Top
সর্বশেষ

জার্নালিস্ট কমিউনিটি’র আহবায়ক মাহফুজ-সদস্য সচিব হোসেন

১৬ অক্টোবর, ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
জার্নালিস্ট কমিউনিটি’র আহবায়ক মাহফুজ-সদস্য সচিব হোসেন
নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্র সংস্কারে অংশ নেওয়া ও গণমাধ্যম সংস্কারে ভূমিকা পালনের জন্য গঠিত “জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ”এর নতুন কমিটি গঠন করা হয়েছে ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও বাসস এর সাবেক বিশেষ প্রতিনিধি মাহফুজুর রহমানকে আহবায়ক এবং দৈনিক সংগ্রামের সিনিয়র সাংবাদিক মো: মিয়া হোসেনকে সদস্য সচিব করে ১৫ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া কমিটিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক অর্থ সম্পাদক ও বাংলাভিশন এর বিশেষ প্রতিনিধি জিয়াউলহক সবুজকে সহ-আহবায়ক করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে কয়েক দফা বৈঠক শেষে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্নালিস্ট কমিউনিটি কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন- ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, রফিকুল ইসলাম আজাদ ও মোরসালিন নোমানী, ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশিদুলইসলাম, মিরর এশিয়ার হেড অব নিউজ আসিফ শওকত কল্লোল, দৈনিক সংগ্রাম পত্রিকার চীফরিপোর্টার সামছুলআরেফীন, দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার মো: মনির হোসেন।

আরও বলা হয়, আহবায়ক কমিটির সদস্যরা হলেন- বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফইউজে) এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সম্পাদক মো: দিদারুল আলম দিদার, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন, আরটিভির বার্তা সম্পাদক তবিবুর রহমান তালুকদার, দৈনিক নয়াদিগন্তে রমফস্বল ডেস্ক ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান, যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিটিভির বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) যুগ্ম সম্পাদক মনির আহমাদ জারিফ, রাইজিংবিডির সিনিয়র রিপোর্টার মো: নাজমুল ইসলাম ফারুক, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশেন (টিসিএ) এর সভাপতি মো: ফারুক হোসেন তানভীর ও এনটিভির সিনিয়র ক্যামেরাম্যান আবুবাকার সিদ্দিক।

বিএইচ

শেয়ার