Top

নিজ দলের কর্মীদের ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

১৭ মার্চ, ২০২১ ১১:২৮ পূর্বাহ্ণ
নিজ দলের কর্মীদের ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু
বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় তুচ্ছ ঘটনায় নিজ দলের অস্ত্রধারী কর্মীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন ছাত্রলীগ নেতা তাকবির হাসান খান (২৫)। তিনি বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

তাকবির হাসান খান বগুড়া শহরের মালতিনগর দক্ষিন পাড়ার দুলাল হোসেনের ছেলে।

গত ১১ মার্চ রাত ৯টার দিকে শহরের সাতমাথা এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তাকবিরসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে তাকবিরের মাথায় লোহার রড দিয়ে আঘাতসহ শরীরে ছুরিকাঘাত করা হয়েছিল।

জানা গেছে, ১১ মার্চ বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহর থেকে ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী দলীয় কর্মসূচিতে ধুনট উপজেলা সদরে যায়। সেখানে মোটরসাইকেলে ধাক্কা দেওয়া নিয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের এক নেতার সাথে তাকবিরের বাকবিতন্ডা হয়। পরে বিষয়টি মিমাংসা হয়ে যায় ছাত্রলীগের অন্যান্য নেতাদের হস্তক্ষেপে। কিন্তু তাকবির হাসান তাৎক্ষণিক মিমাংসা মেনে নিলেও তার মনে ক্ষোভ থেকে যায়। ধুনট থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা বগুড়া শহরে ফিরে আসার পর রাতে শহরের সাতমাথায় জিলা স্কুল সংলগ্ন ফুটপাতে বসে আড্ডা দিচ্ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সস্পাদক আব্দুর রউফ ও তার নেতাকর্মীরা। রাত ৯টার দিকে তাকবির হাসান তার কর্মী সমর্থকদের সাথে নিয়ে এসে রউফ গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা করলে শুরু হয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় গ্রুপের ৮-৯ জন আহত হয়।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাকবির আহত হওয়ার পর তার মা আফরোজা বেগম বাদী হয়ে ছাত্রলীগ নেতা আব্দুর রউফকে প্রধান আসামি করে মামলা করেছেন।

শেয়ার