Top

সুন্দরবনে বাঘের আক্রমণে বাওয়ালির মৃত্যু

১৭ মার্চ, ২০২১ ১১:৩৪ পূর্বাহ্ণ
সুন্দরবনে বাঘের আক্রমণে বাওয়ালির মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি :

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে আবুল কালাম (৪৫) নামের এক বাওয়ালি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে গোলপাতা আহরণের সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আবুল কালাম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোটকুপট গ্রামের মৃত আতিয়ার গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, কালামসহ কয়েকজন বাওয়ালি বুড়িগোয়ালিনী স্টেশন থেকে অনুমতি নিয়ে গোলপাতা সংগ্রহ করতে বনে যান। মঙ্গলবার পায়রাটুনি খালে গোলপাতা কাটার সময় তাকে বাঘে আক্রমণ করে এবং পরে টেনে নিয়ে যায় বনের গভীরে। তারপর তার সঙ্গীরা দলবদ্ধ হয়ে বনের মধ্যে থেকে কালামের মৃতদেহ উদ্ধার করে।

এদিকে, খবর পেয়ে বন বিভাগের সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বনকর্মীরা ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে এসেছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

শেয়ার