Top

পারমাণবিক কেন্দ্র পরিদর্শনে জাতিসংঘকে ইরানের অনুমতি

২৭ আগস্ট, ২০২০ ৭:০২ পূর্বাহ্ণ
পারমাণবিক কেন্দ্র পরিদর্শনে জাতিসংঘকে ইরানের অনুমতি

সন্দেহভাজন দুটি পুরোনো পারমাণবিক স্থাপনা পরিদর্শনে জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থার তদন্তকারীদের অনুমতি দিয়েছে ইরান। গত কয়েক মাস ধরে দু’পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনার পর ইরানের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বুধবার তেহরানে ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সির (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসির তেহরান সফরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছে।

ইরানের পারমাণবিক সংস্থার প্রধান আলি আকবর সালেহি এক যৌথ বিবৃতিতে বলেন, তার দেশ স্বেচ্ছায় আইএইএ-কে দুটি নির্দিষ্ট স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে।

আইএইএর পক্ষ থেকেই স্থাপনা দুটির বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ওই পুরোনো পারমাণবিক স্থাপনা দুটি পরিদর্শনের তারিখ ও যাচাই কর্মসূচি সম্পর্কে তারা একমত হয়েছেন বলে জানানো হয়েছে।

এদিকে, ইরানের পক্ষ থেকে অনুমতি পাওয়ার পর আইএইএ জানিয়েছে যে, তারা এ বিষয়ে নতুন করে আর কোনও প্রশ্ন তুলবে না।

অনেকদিন ধরেই ইরানের রাজধানী তেহরান ও ইসফাহান শহরে অবস্থিত পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের অনুমতি চেয়ে আসছে জাতিসংঘের এই নজরদারি সংস্থার। ওই দুটি কেন্দ্রে ইরান তাদের পারমাণবিক উপাদান মজুদ রেখেছে বা পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে।

শেয়ার