Top
সর্বশেষ

ভারত থেকে ইন্দোনেশিয়ার চাল আমদানির পরিকল্পনা

৩১ অক্টোবর, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ
ভারত থেকে ইন্দোনেশিয়ার চাল আমদানির পরিকল্পনা

চলতি বছর আবহাওয়াজনিত কারণে ইন্দোনেশিয়ায় চাল উৎপাদন কমে যেতে পারে। তাই ঘাটতি পূরণে আগামী বছর ভারত থেকে চাল আমদানি করতে পারে দেশটি। গতকাল ইন্দোনেশিয়ার খাদ্য বিষয়ক সমন্বয়মন্ত্রী জুলকিফলি হাসান এ তথ্য জানান। খবর বিজনেস রেকর্ডার।

জুলকিফলি হাসান বলেন, ‘ইন্দোনেশিয়া আগামী বছর ভারত থেকে ১০ লাখ টন চাল আমদানির পরিকল্পনা বিবেচনা করছে।’ইন্দোনেশিয়ায় গত দুই বছরে ৩০ লাখ টনেরও বেশি চাল আমদানি বেড়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি চলতি বছর ৩৬ লাখ টন চাল আমদানির লক্ষ্য রেখেছে।

এর আগে চলতি মাসের শুরুতে ইন্দোনেশিয়ার পরিসংখ্যান ব্যুরো জানায়, চলতি বছর ইন্দোনেশিয়ায় চাল উৎপাদন গত বছরের তুলনায় ২ দশমিক ৪৩ শতাংশ কমে ৩ কোটি ৩ লাখ ৪০ হাজার টনে নেমে যেতে পারে। গত বছর দীর্ঘ সময় ধরে শুষ্ক আবহাওয়ায় রোপণ ও জমি থেকে ফসল সংগ্রহের মৌসুম বিলম্বের কারণে চলতি বছর ভোগ্যপণ্যটির উৎপাদন কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া আগামী বছর ইন্দোনেশিয়া সরকারের খাদ্যে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ৭ লাখ ৫০ হাজার হেক্টর থেকে ১০ লাখ হেক্টর ধান আবাদযোগ্য জমির পরিমাণ বাড়ানোর লক্ষ্য রয়েছে।

এনজে

শেয়ার