Top
সর্বশেষ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

০৩ নভেম্বর, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক :

নভেম্বরের শেষদিকে আয়ারল্যান্ডকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে আইরিশরা।

রোববার (৩ নভেম্বর) সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আপাতত বিশ্রামে আছেন নিগার সুলতানা জ্যোতিরা। তবে আর বেশিদিন ছুটিতে থাকতে হচ্ছে না মেয়েদের। চলতি মাসের শেষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড নারী দল।

সফরকারীরা ঢাকায় পা রাখবে আগামী ২২ নভেম্বর। এর চারদিন পর শুরু হবে মাঠের লড়াই। ২৭ নভেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। দুইদিন বিরতি দিয়ে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে ২ ডিসেম্বর।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এ তিন ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। ২০২৫ বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে ভালো করার বিকল্প নেই জ্যোতিদের।

এদিকে ৫০ ওভারের লড়াই শেষে সিলেটের উদ্দেশে রওনা হবে দুদল। সেখানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তারা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫ ডিসেম্বর প্রথম আর ৭ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই দুপুর ২টায় মাঠে গড়াবে। এরপর ৯ ডিসেম্বর সকাল ১০টায় শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।

বিএইচ

শেয়ার