Top

শিশু বায়তুল হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

১৮ মার্চ, ২০২১ ৩:৫৯ অপরাহ্ণ
শিশু বায়তুল হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে শিশু বায়তুল হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

বৃহস্প্রতিবার (১৮ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এই আদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মঞ্জুর হোসেনের দুই ছেলে রহিম ও ফারুক হোসেন।

মামলার বিবরণে অতিরিক্তি পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, ২০১০ সালের ১৯ জানুয়ারি রাতে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে আসামি রহিম ও ফারুক তার মামাতো ভাই নজরুল ইসলামের পরিবারের উপর ককটেল হামালা চালায়। এতে তার পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হয়। এ সময় আসামিদের ককটেল হামলার সময় নজরুলের ভাতিজা ও ভাই নুরুল ইসলামের ছেলে বায়তুল (৭)  নিহত হয়। এ ঘটনায় ২০১০ সালের ২০ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন নজরুল ইসলাম। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা  আতাউর রহমান আসামি রহিম ও ফারুককে অভিযুক্ত করে ২০১০ সালের ৮ জুন আদালতে অভিযোগপত্র প্রদান করেন।

শেয়ার