Top
সর্বশেষ

সূচকের বড় উত্থানে আজও বেড়েছে লেনদেন

০৫ নভেম্বর, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ
সূচকের বড় উত্থানে আজও বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৪ টির, দর কমেছে ৬৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

ডিএসইতে ৮৩৯ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৭৪ কোটি ৪৬ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৬৫ কোটি ২৪ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৭৬ পয়েন্টে।

সিএসইতে ২৩৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৬ টির দর বেড়েছে, কমেছে ২৭ টির এবং ১৫ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস

শেয়ার