Top
সর্বশেষ
ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১৩৭০ জনের শনাক্ত ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৩ টি নতুন প্রোডাক্ট উদ্বোধন আরব আমিরাতকে পেছনে ফেলে রেমিট্যান্স আহরণে শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকারকে পালাতে হবে সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে: গুম কমিশন প্রধান পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয়

বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

০৫ নভেম্বর, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ
বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন
স্পোর্টস ডেস্ক :

বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল মোহাম্মদ সালাউদ্দিনের। অবশেষে তাকে সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ নিয়ে আজ মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বিসিবি।

দেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই কোচ আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। এবার নতুন করে তাকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত। এর আগে তিনি বাংলাদেশের সহকারী কোচ ছিলেন ২০০৬-১০ সাল পর্যন্ত।

এ ছাড়া বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ হিসেবে ২০১০-১১ সালে কাজ করেছেন সালাউদ্দিন। পরবর্তীতে তিনি ২০১৪ সালে বিশ্বকাপ ক্রিকেট লিগ–৪ এর জন্য সিঙ্গাপুরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। সালাউদ্দিন অস্ট্রেলিয়ায় এসিসি ক্রিকেটের লেভেল-৩ কোচিংয়ের–ও স্বীকৃতি পেয়েছেন। এমনকি দেশের সেরা স্থানীয় কোচদের মধ্যেও তিনি অন্যতম। জিতেছেন বিপিএল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশনের শিরোপা।

এর আগে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। পরে অবশ্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স। পরে জানা যায়, জাতীয় দলের সহকারী কোচ হতে সালাউদ্দিনকে প্রস্তাব দেয় বিসিবি। গেল বুধবার বিসিবির বোর্ড মিটিংয়ে অন্যান্য বিষয়ের সঙ্গে আলোচনা হয়েছে কোচ সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়েও।

এর আগে ঢাকা পোস্টকে বিসিবির একজন পরিচালক নিশ্চিত করেছিলেন, সালাউদ্দিনের সহকারী কোচ হওয়ার বিষয়টি। সেই সময় তিনি জানান, আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থেকেই তাকে পেতে আশাবাদী বিসিবি। যে কারণে ইতোমধ্যে ভিসার আবেদনও করেছেন সালাউদ্দিন। সবকিছু ঠিক থাকলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই দলের দায়িত্বে দেখা যাবে তাকে।

বিএইচ

শেয়ার