Top

রাশিয়া থেকে গম আমদানির সিদ্ধান্ত মালয়েশিয়ার

১১ নভেম্বর, ২০২৪ ২:২২ অপরাহ্ণ
রাশিয়া থেকে গম আমদানির সিদ্ধান্ত মালয়েশিয়ার

রাশিয়া থেকে গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এ লক্ষ্যে রুশ রফতানিকারকদের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মালয়েশিয়ান শিল্পগোষ্ঠী মেলোয়ার। ৮ নভেম্বর রাশিয়ান গ্রেইন এক্সপোর্টার্স ইউনিয়নের সঙ্গে তাদের এ সমঝোতা হয়।

এ বিষয়ে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামার বরাতে সংবাদমাধ্যম জানায়, মালয়েশিয়া গম উৎপাদন করে না। গমের ভোক্তা চাহিদা মেটানোর ক্ষেত্রে দেশটি পুরোপুরি আমদানির ওপর নির্ভরশীল। তাই খাদ্যনিরাপত্তা জোরদার করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেছে তারা। চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে প্রতি বছর ছয়-সাত লাখ টন গম আমদানি করতে পারবে মালয়েশিয়া।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার কৃষি ও খাদ্যনিরাপত্তামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ সাবু, মালয়েশিয়ায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত নাইল ল্যাতিপভ, রাশিয়ান গ্রেইন ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডুয়ার্ড জারনিন এবং মেলোয়ার ইন্ডাস্ট্রিয়ালের চেয়ারম্যান তুনকু দাতো ইয়াকুব খাইরা।

রাশিয়ান গ্রেইন ইউনিয়নের চেয়ারম্যান জানান, খাদ্যশস্য সরবরাহ বিষয়ে রাশিয়ার সঙ্গে মালয়েশিয়ার এটাই প্রথম বড় ধরনের চুক্তি।

এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ রাশিয়া। গবেষণা সংস্থা সভইকোন বলছে, চলতি বিপণন বছরে দেশটি প্রায় ৪৬ কোটি টন গম বিদেশে রফতানি করতে পারে।

এদিকে চলতি অর্থবছরে ১৮ লাখ টন পর্যন্ত গম আমদানি করতে পারে মালয়েশিয়া। একক দেশ হিসেবে মালয়েশিয়ার বাজারে সবচেয়ে বেশি গম রফতানি করে অস্ট্রেলিয়া। মালয়েশিয়ার বাজারে অর্ধেক গমই আসে অস্ট্রেলিয়া থেকে।

প্রস্তাবিত আমদানিকারক প্রতিষ্ঠান মেলোয়ার ইন্ডাস্ট্রিয়ালের চেয়ারম্যান তুনকু ইয়াকুব বলেন, ‘দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চুক্তিটি করা হয়েছে। মালয়েশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের খাদ্য সরবরাহ চেইনে বৈচিত্র্য আনাও আমাদের লক্ষ্য।’

এনজে

শেয়ার