Top

দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

২৭ আগস্ট, ২০২০ ৭:১৫ পূর্বাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ১৪৬.৩০ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫১৭ বারে ৭৫ হাজার ৯৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪.৫০ টাকা বা ৯.৯৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৯.৭০ টাকা দরে লেনদেন হয়। ১৮৫ বারে ১ লাখ ২৪ হাজার ৭৮২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬১ লাখ টাকা।

দর বৃদ্ধির তৃতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১১.৪০ টাকা বা ৯.৯৪ শতাংশ। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২৬.১০ টাকা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, পিপলস ইন্স্যুরেন্স ও সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড।

শেয়ার