করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অপরিবর্তিত। এখনও তার শরীরের জ্বর কমেনি। স্বাভাবিকভাবে খাবারও খেতে পারছেন না।
শনিবার (২০ মার্চ) সকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে দেখতে যান। সেখান থেকে বের হয়ে তিনি বলেন, রিজভীর জ্বর কমেনি, থেমে থেমে জ্বর আসছে। ফুসফুসেও সামান্য ইনফেকশন রয়েছে, কাশিও আছে। তিনি স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন না।
জানা গেছে, বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী অসুস্থ হওয়ার এই দায়িত্ব পালন করছেন দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালে প্রিন্স। এর আগেও রিজভীর অসুস্থতা বা অনুপস্থিতিতে তিনি এই দায়িত্ব পালন করেন।
গত ১৮ মার্চ করোনা আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন রুহুল কবির রিজভী। ওই দিন শরীরে জ্বর নিয়ে রিজভী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক দোয়া মাহফিলে অংশ নেওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার রিজভীর রোগমুক্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বুধবার (১৭ মার্চ) রাতে রিজভীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বৃহস্পতিবার (১৮ মার্চ) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।