Top
সর্বশেষ

পৃথিবীর দীর্ঘতম সড়ক ‘আলপনার’ মালিক এখন গাইবান্ধা

২০ মার্চ, ২০২১ ৪:০৬ অপরাহ্ণ
পৃথিবীর দীর্ঘতম সড়ক ‘আলপনার’ মালিক এখন গাইবান্ধা

‘দেখাবে গাইবান্ধা, দেখবে দেশ; রেকর্ড করবে বাংলাদেশ’এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক মহাসড়কে ১০ কিলোমিটার দীর্ঘ আলপনা আঁকা হয়েছে। আরএফএল গ্রুপ-এর জনপ্রিয় রঙের ব্র্যান্ড ‘রেইনবো পেইন্টস’র সহযোগিতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) এই উৎসবের আয়োজন করে।

গত বৃহস্পতিবার দুপুরে এই আলপনা আঁকা শুরু হয়ে প্রায় ২২ ঘণ্টায় এই আলপনা উৎসব শেষ হয়। এই উৎসবে প্রায় ৬ হাজার লিটার রঙ সরবরাহ করে ‘রেইনবো পেইন্টস’। প্রায় এক হাজার শিক্ষার্থী এই আলপনায় অংশ নেয়। এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

ডেপুটি স্পিকার তার বক্তব্যে আলপনা উৎসবে কালার পার্টনার হওয়ায় রেইনবো পেইন্টসকে ধন্যবাদ জানিয়ে এই ধরনের কাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। এই আলপনা বিশ্বে নতুন রেকর্ড সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ‘রেইনবো পেইন্টস’-এর প্রধান পরিচালন কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘পৃথিবীর দীর্ঘতম এই আলপনা উৎসবে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত।

ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে ‘রেইনবো পেইন্টস’ সহযোগিতা করবে।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ‘রেইনবো পেইন্টস’-এর হেড অব মার্কেটিং ফাহিম হোসেন, পুসাগ-এর ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতেই দেশের দীর্ঘতম আলপনা অঙ্কনের উদ্যোগ নেয়া হয়।

শেয়ার