Top

তারেক রহমান ও সালাম পিন্টুর মুক্তিতে টাঙ্গাইলে মিষ্টি বিতরণ

০১ ডিসেম্বর, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ
তারেক রহমান ও সালাম পিন্টুর মুক্তিতে টাঙ্গাইলে মিষ্টি বিতরণ
টাঙ্গাইল প্রতিনিধি :

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ সব আসামি খালাস ঘোষণার পর টাঙ্গাইলে আনন্দ মিছিল ও সমাবেশ এবং মিষ্টি বিতরণ করেছে জেলা বিএনপি।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে আনন্দ মিছিল বের হয়। এটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ। রোববারের রায়কে সত্যের বিজয় বিজয় বলে উল্লেখ করেন বক্তারা।

এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা যুবদেলর সাবেক আহবায়ক আশরাফ পাহেলী, মো. আব্দুস সালাম পিন্টু মুক্তি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট চিত্ত রঞ্জন দাস নুপুর, সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহজাহান কবির, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক রক্সি মেহেদী, সাবেক মহিলাদলের সাধারণ সম্পাদক মামতাজ করিম, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এ-সংক্রান্ত মামলা দুটির (হত্যা ও বিস্ফোরক) নতুনভাবে তদন্ত শুরু করে। ২০০৮ সালে ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে আওয়ামী লীগ সরকার আমলে মামলার অধিকতর তদন্ত হয়। এরপর তারেক রহমানসহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৮ সালে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন এবং তারপর থেকে কারাগারে ছিলেন। দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কারাভোগ করছেন। আব্দুস সালাম পিন্টু ১৯৯১ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন এবং ২০০১ সালে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এম জি

শেয়ার