১৩৪ দিন পর বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিক জয়পুরহাটের মিনহাজুল হোসেনের লাশ উত্তোলন করেছে প্রশাসন। রোববার (১ ডিসেম্বর) দুপুরে জেলার আক্কেলপুর উপজেলার সোনামূখী ইউপির রামশালা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।
সূত্র জানায়, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে কারফিউ চলাকালে গাজীপুরে গুলিতে নিহত হন গার্মেন্টস শ্রমিক মিনহাজুল হোসেন। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর গাজীপুরের গাছা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের চাচা আব্দুল কুদ্দুস। তৎকালীন সময় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে আজ নিহত মিনহাজুলের মরদেহ উত্তোলন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
এ সময় জয়পুরহাট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, জয়পুরহাট জেলা কারাগারের চিকিৎসক মো. শাহ আলম, মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার উপ-পরির্দশক (এসআই) সুমন খান, আক্কেলপুর থানার উপ-পরির্দশক (এসআই) রাকিবুল ইসলাম, সোনামূখী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোলাইমান আলী সরদার, নিহত মিনহাজুলের মামা মিলন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব জানান, মিনহাজুলের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
এম জি