Top

এনআরবিসি ব্যাংকের পাঁচ কর্মকর্তার হিসাব তলব

০২ ডিসেম্বর, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
এনআরবিসি ব্যাংকের পাঁচ কর্মকর্তার হিসাব তলব

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনআরবিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান পারভেজ তমালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যাংকটির এমন পাঁচ জন কর্মকর্তার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (২ নভেম্বর) বিএফআইইউ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বিএফআইইউ সূত্র জানায়, এনআরবিসি ব্যাংকের হেড অব কর্পোরেট অ্যাফেয়ারস কামরুল হাসান, হেড অব আইসিটি দিদারুল হক মিয়া, হেড অব এমআইএস রাজিদুল ইসলাম, ব্যাংকের প্রধান ফরেক্স ডিলার জমির উদ্দিন, প্রধান অর্থ কর্মকর্তা জাফর ইকবাল হাওলাদার ও হেড অব সিকিউরিটি ফোর্সেস ফরহাদ সরকার।

গতকাল রোববার এ সংক্রান্ত একটি চিঠি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের নিকট পাঠিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনাদের ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান-এ নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ এবং তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে পরিচালিত হিসাবসমূহের সার্বিক তথ্য ও দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, হিসাব খোলার তারিখ হতে হালনাগাদ লেনদেন বিবরণী, ইত্যাদি) পত্র প্রাপ্তির ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে এ ইউনিটে প্রেরণের জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো।

এএ

শেয়ার