Top

ইউসিবির চেয়ারম্যান শরীফ জহিরসহ ৪ জনের ব্যাংক হিসাব জব্দ

০৪ ডিসেম্বর, ২০২৪ ৭:৪৬ পূর্বাহ্ণ
ইউসিবির চেয়ারম্যান শরীফ জহিরসহ ৪ জনের ব্যাংক হিসাব জব্দ

পুঁজিবাজারের তালিকাভুক্ত বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান এবং দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির এবং তার পরিবারের দুই সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

গত রোববার (১ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড তাদের ব্যাংক হিসাব স্থগিত করে। আয়কর আইনের ২২৩ ধারা অনুযায়ী এই ব্যক্তিদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হয়।

অন্য যাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তারা হচ্ছেন, শরীফ জহিরের ভাই আসিফ জহির এবং তাঁদের মা কামরুন নাহার। এর বাইরে অনন্ত গ্রুপের পরিচালক সৈয়দ ইশতিয়াক আলমের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

রোববার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল থেকে দেশের সব ব্যাংকে এ-সংক্রান্ত নির্দেশনা কার্যকরের জন্য চিঠি দেওয়া হয়েছে।

ঠিক কী কারণে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তা জানা যায়নি। তবে চিঠি থেকে ধারণা করা হচ্ছে, কর ফাঁকি সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে এটি ঘটে থাকতে পারে।

একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় শরীফ জহির বলেন, ‘এনবিআরের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংকে এ ধরনের চিঠি দেওয়ার পর আমরা বিষয়টি নিয়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আজকে পর্যন্ত আমাদের সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি। ফলে পুরো বিষয়টি আমাদের জন্য বিব্রতকর।’ তিনি দাবি করেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি একটি ব্যাংকের (ইউসিবি) দায়িত্ব গ্রহণ করে কিছু অনিয়মের বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন। এ কারণে একটি গোষ্ঠী নানাভাবে হয়রানির চেষ্টা করছে।

অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহিরের বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে। বহুল আলোচিত পানামা পেপারসে উল্লেখ করা বড় পাচারকারীদের তালিকায় কিছু প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনীতিবিদের পাশাপাশি শরিফ জহিরের নামও ছিল। দুর্নীতি দমন কমিশন (দুদক) পানামা পেপারসে নাম আসা ব্যক্তিদের বিরুদ্ধে দুনীতি ও মানি লন্ডারিংয়ের তদন্ত শুরু করেছিল। তবে ওই তদন্ত কখনোই তেমন গতি পায়নি।

বিভিন্ন ব্যাংকে এনবিআরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘সরকারি রাজস্ব স্বার্থ সংরক্ষণের নিমিত্তে আয়কর আইন, ২০২৩ এর ২২৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বর্ণিত ব্যক্তির নামে এবং তার পরিবারের (পিতা, মাতা, ভাই, বোন, স্ত্রী, পুত্র ও কন্যা) সদস্যদের নামে আপনার ব্যাংকে পরিচালিত সব হিসাব হতে (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদি সহ) অর্থ উত্তোলন/স্থানান্তর এবং লকার বা ভল্ট হতে অর্থ/সম্পদ স্থানান্তর স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’

শরীফ জহিরের নেতৃত্বাধীন অনন্ত গ্রুপ দেশের অন্যতম শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক। প্রায় ৩৭ বছর ধরে তিনি এ গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর গত ২৭ আগস্ট তাকে ইউসিবির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

তার ভাই আসিফ জহির সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের (এনএফএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ই-কমার্স প্রতিষ্ঠান সিন্দাবাদডটকম লিমিটেডের প্রতিষ্ঠাতাও আসিফ জহির।

 

শেয়ার