Top
সর্বশেষ

ভারতে ৫.৩ মাত্রার ভূমিকম্প

০৪ ডিসেম্বর, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ
ভারতে ৫.৩ মাত্রার ভূমিকম্প

ভারতে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার তেলেঙ্গানার মুলুগু জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই সঙ্গে হায়দরাবাদ এবং অন্ধ্র প্রদেশের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে।

সকাল ৭টা ২৭ মিনিটে এ ভূমিকম্প হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা অস্বাভাবিকভাবে বেশি ছিল রাজ্যটির জন্য।

ভারত চারটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বিভক্ত: জোন ২, জোন ৩, জোন ৪ এবং জোন ৫। তেলেঙ্গানা জোন ২ এর অধীনে পড়ে। এটি একটি নিম্ন-তীব্রতার ভূমিকম্প অঞ্চল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘তেলেঙ্গানা ওয়েদারম্যান’ নামে এক ব্যবহারকারী লিখেছেন, গত ২০ বছরের মধ্যে তেলেঙ্গানায় এত শক্তিশালী ভূমিকম্প হয়নি। হায়দরাবাদসহ সমগ্র তেলেঙ্গানায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

এম জি

শেয়ার