শেরপুরের ঝিনাইগাতীতে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ (বিজিবি) এর অভিযানে ৯১ লাখ ৫৬ হাজার ৫শত ভারতীয় পণ্য ও মিনি পিকআপ সহ লিমন সিমসাং (৩৫) নামে এক চোরাচালানকারীকে আটক করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী এলাকার তাওয়াকুচাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত লিমন সিমসাং ছোট গজনী গ্রামের মৃত অনীল মারাকের ছেলে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী তাওয়াকুচা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আসা পণ্য ও একটি মিনি পিকআপসহ একজনকে আটক করা হয়। আটককৃত ভারতীয় পণ্যের বাজার মূল্য ৯১ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, জব্দকৃত মালামাল ও পিকআপসহ আসামীকে ঝিনাইগাতী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এনজে