Top

এস আলম গ্রুপকে ঋণ: ইসলামী ব্যাংকের ৬ কর্মকর্তা বরখাস্ত

০৫ ডিসেম্বর, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ
এস আলম গ্রুপকে ঋণ: ইসলামী ব্যাংকের ৬ কর্মকর্তা বরখাস্ত

নিয়ম বহির্ভূতভাবে বিতর্কিত এস আলম গ্রুপকে ঋণ দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ইসলামী ব্যাংকের ৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংকটি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্যাংক থেকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

বরখাস্তরা হলেন- সিনিয়র অ্যাসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তাক আহমদ (রংপুর জোন), অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) আমিন উল্লাহ পাশা (খুলনা জোন), এভিপি মোহাম্মদ দিদারুল আলম (ফেনী সদর শাখা), ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ড (এফএভিপি) নুরুল আমিন (খাতুনগঞ্জ শাখা), এফএভিপি আব্বাস আহমদ (খাতুনগঞ্জ) এবং প্রিন্সিপাল অফিসার মো. আনোয়ারুল হক।

উল্লেখ্য, দেশের সবচেয়ে বড় বেসরকারি বাণিজ্যিক এই ব্যাংক [ইসলামী ব্যাংক] থেকে ৭৩ হাজার ১১৩ কোটি টাকার ঋণ বের করে নিয়েছে এস আলম গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। যা ব্যাংকটির মোট ঋণের প্রায় ৫০ শতাংশ। বিতরণ করা এই ঋণের ৪২ হাজার কোটি টাকা নেওয়া হয়েছে খাতুনগঞ্জ করপোরেট শাখা থেকে।

এই ঋণ প্রদানে কোনো নিয়ম-নীতি মানা হয় নি বলে উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও তদন্তে।

২০১৭ সালে মালিকানা পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণে নিয়ে ইসলামী ব্যাংক থেকে এসব ঋণ বের করে নেয় এস আলম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলমকে এই ঋণ দিতে ব্যাংকটির কিছু কর্মকর্তা সহযোগী হিসেবে ভূমিকা পালন করেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই ১৯ আগস্ট এস আলমের সাথে ঘনিষ্ট এএমডি জে কিউ এম হাবীবুল্লাহ, ডিএমডি মো. আকিজ উদ্দিন, মোহাম্মদ সাব্বির ও মিফতাহ উদ্দিনসহ ৮ শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করে ব্যাংকটি। এরপর ২৫ সেপ্টেম্বর বরখাস্ত করা হয় এস আলমের পরিবারের গৃহকর্মী মর্জিনার স্বামী ও ব্যাংকটির চকবাজার শাখার প্রিন্সিপাল অফিসার হোসাইনকে। যিনি ডিএমডি আকিজ উদ্দিনের সাথে ব্যাংকটির নিয়োগ ও বদলি বাণিজ্যে জড়িত ছিল অভিযোগ রয়েছে।

এএ

শেয়ার