Top

ছুটির সকালে ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত

০৬ ডিসেম্বর, ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ণ
ছুটির সকালে ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করেছে বাংলাদেশের রাজধানী ঢাকায়। সকাল সাড়ে ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৪২ স্কোর নিয়ে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে জানা গেছে এ তথ্য।

শুক্রবার বায়ুদূষণে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি।

১৯০ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে রয়েছে পাকিস্তানের দুই শহর করাচি ও লাহোর। দুটি শহরেরই বাতাসের স্কোর ১৮৬।

এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায়।

৩১৪ একিউআই স্কোর নিয়ে এখানে বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। এর পরেই রয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৮১), আগাখান একাডেমী (২৬৮), সাভারের হেমায়েতপুর (২৬৫), গুলশান ২ এর রব ভবন এলাকা (২৪৫), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৪৪), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২৩৯), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৩৪), পশ্চিম নাখালপাড়া সড়ক (২১৫), পীরেরবাগ রেল লাইন এলাকা (২১৩)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এম জি

শেয়ার