Top

‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফরের ইন্তেকাল

০৬ ডিসেম্বর, ২০২৪ ২:২২ অপরাহ্ণ
‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফরের ইন্তেকাল

‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’ এমন অসংখ্য গানের গীতিকার ও সুরকার আবু জাফর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আবু জাফর একাধারে গীতিকার, সুরকার, কবি ও সংগীতশিল্পী ছিলেন। পেশাগত জীবনে তিনি শিক্ষকতা করতেন। চুয়াডাঙ্গা কলেজ এবং কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। আবু জাফর রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার হিসেবে কাজ করেছেন। তার রচিত দেশাত্মবোধক ও আধুনিক গান তুমুল আলোড়ন তুলেছিল। বয়সজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

এম জি

শেয়ার