Top

সমাবেশ সফল করতে বাগেরহাটের রামপাল বিএনপির প্রস্তুতি সভা

১২ ডিসেম্বর, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ
সমাবেশ সফল করতে বাগেরহাটের রামপাল বিএনপির প্রস্তুতি সভা
বাগেরহাট প্রতিনিধি :

বাইনতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টায় জাতীয়তাবাদী দলের উদ্যোগে বাইনতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাইনতলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শেখ ইকরাম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য তালুকদার বদিউজ্জামান মিনা, বাইনতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান বাদশা, সাবেক সাংগঠনিক সম্পাদক মল্লিক দেলোয়ার হোসেন, মোল্লা লোকমান হাকিম, খান আলী আজম, খান এ সবুর, এবং শেখ লিয়াকত আলী। এছাড়াও বাইনতলা ইউনিয়ন ও রামপাল উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ১৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বাইনতলা ইউনিয়ন বিএনপির সমাবেশে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, এই সমাবেশ সফল করতে দলের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে যারা অতীতে নির্যাতন, হামলা, মামলা বা ত্যাগ স্বীকার করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন এবং মর্যাদা প্রদান করা জরুরি।

বক্তারা আরও জানান, ১৪ ডিসেম্বরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামপাল-মংলার গণমানুষের নেতা, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সমাবেশকে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সফল করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।

এই মতবিনিময় সভা সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করা হয়।

এম জি

শেয়ার