Top
সর্বশেষ

ভারতীয় দূতাবাস অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রা

০৬ ডিসেম্বর, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
ভারতীয় দূতাবাস অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রা

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, আজমির শরিফ দখলের পাঁয়তারা এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশান দুই নম্বর গোল চত্বর থেকে শুরু হয় এই কমসূচি।

পরে ইনকিলাব মঞ্চের তিন সদস্য দূতাবাসে গিয়ে স্মারকলিপি জমা দেয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশ বক্তরা বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে চরম মিথ্যা ও উসকানিমূলক সংবাদ প্রচার করে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

বক্তারা বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের মাথা খারাপ হয়ে গেছে। তাই বাংলাদেশ ধ্বংসের পাঁয়তারা করেছে তারা। ভারত সরকারকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ আর কোনো দিন ভারতের তাঁবেদারি করবে না। ষড়যন্ত্র করলে কঠোর জবাব দেয়া হবে।

এম জি

শেয়ার