Top

ফরিদগঞ্জে করোনা সচেতনতায় পুলিশের মাস্ক বিতরণ ও র‌্যালী

২১ মার্চ, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
ফরিদগঞ্জে করোনা সচেতনতায় পুলিশের মাস্ক বিতরণ ও র‌্যালী
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

দেশব্যাপী আবারো করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে কোভিডমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে মাস্ক বিতরণ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ মার্চ) দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনে নতৃত্বে পথচারী, যাত্রী, যানবাহন চালকের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ) সার্কেল মোঃ সোহেল মাহমুদ, ওসি তদন্ত বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, এসআই নাছির, আনোয়ার, জামসেদ ও এ এসআই  রাজ্জাকসহ অনান্য পুলিশ সদস্যরা।

এসময় থানার অফিসার ইনচার্জন বলেন, পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদের নির্দেশে করোনার প্রাদুর্ভাব থেকে মানুষকে সচেতন করতে আমাদের কর্মসূচি পুনরায় চালু হয়েছে। প্রতিটি ইউনিয়নব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, করোনা মোকাবিলায় পুলিশ জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঝুঁকি নিয়ে কাজ করেছে।

শেয়ার