জয়পুরহাটের সদর উপজেলার ভাদসা এলাকা থেকে মিনি ট্রাকের ভেতরে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ৫৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় শীর্ষ মাদক কারবারি মোঃ ইব্রাহিমকে (৩০) গ্রেফতার করা হয়। এ ঘটনায় গাঁজা বহনকারী মিনি ট্রাকটিকেও জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরাবাদ বলবদী গ্রামের মোঃ কফিল উদ্দীনের ছেলে।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মাদক কারবারি ইব্রাহিম দীর্ঘদিন থেকে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রি করে আসছেন। এমন গোপন সংবাদ পেয়ে র্যাবের গোয়েন্দা সদস্যরা তার গতিবিধি পর্যবেক্ষন করে। এরই ধারাবাহিকতায় রবিবার (৮ ডিসেম্বর) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকা থেকে একটি মিনি ট্রাকসহ মাদক কারবারি ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।
এসময় মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনর উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও বিজ্ঞপ্তি জানানো হয়।
এম জি