Top
সর্বশেষ

এবার প্রকাশ্যে এলো কবি নজরুল কলেজ ছাত্রশিবির

০৯ ডিসেম্বর, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ
এবার প্রকাশ্যে এলো কবি নজরুল কলেজ ছাত্রশিবির

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ্যে এলো কবি নজরুল কলেজ শাখা ছাত্রশিবির। সোমবার (৯ ডিসেম্বর) কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে কলেজ ও ছাত্রাবাসের উন্নয়নসহ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি স্মারকলিপি প্রদানের মাধ্যমে সামনে এলো সংগঠনটি।

স্মারকলিপি প্রদানকালে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক হায়দার মিয়া এবং শিক্ষক মণ্ডলীর সম্পাদক অধ্যাপক মিলকি আমাতুন মুগনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে নববর্ষ উপলক্ষে একটি বিশেষ প্রকাশনা উপহার দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির, কবি নজরুল সরকারি কলেজ শাখার সভাপতি বায়জিদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না জিসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের এবং প্রচার সম্পাদক আব্দুল্লাহ খান ফাহিম।

স্মারকলিপিতে উল্লেখযোগ্য ২৬টি দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে:

কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসের উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠায় ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়ন, আধুনিক লাইব্রেরি ও উন্নত ল্যাব স্থাপন, ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষা, শহীদদের স্মরণে ভবন নামকরণ।

কলেজ প্রশাসন শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছে ছাত্রশিবির।

এম জি

শেয়ার