Top

মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত

১০ ডিসেম্বর, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ
মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,পাবনা :

‘ন্যায়, ইনসাফ ও মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম আপোষহীন’ এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পাবনা প্রেসক্লাবের ভিওআইপি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাত আলম বলেন, মৌলিক অধিকার সবার সমান- এটা ইসলামই প্রতিষ্ঠা করেছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে ইসলামের ভূমিকা অপরিসীম। বংশ মর্যাদা, শ্রেণিবিভেদ, জাতিগত বিভেদ ও বর্ণবিভেদ,  ব্যক্তিগত, পারিবারিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রেও ইসলাম প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

পাবনা শহর ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি গোলাম রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম সোহেল, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের আইন সম্পাদক অ্যাডভোকেট জহির রায়হান।

এনজে

শেয়ার