লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক মুখপাত্র
২০১৬ সালের নভেম্বর থেকে টানা আট বছর ধরে বেসরকারি খাতের ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করে আসছেন আবুল কাশেম মো. শিরিন। তিনি নিজেকে সবসময় খুব সৎ ও নীতিবান হিসেবে প্রচার করলেও তার বিরুদ্ধে রয়েছে স্বজনপ্রীতি আর চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ। ক্ষমতাবলে তিনি আত্মীয়দের নিয়োগ দিয়ে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। আর কর্মদক্ষতা না থাকা সত্ত্বেও আত্মীয় ও পছন্দের লোকদের পদোন্নতি দেয়া এবং দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তারা অপছন্দ হলেই হয়রানির জন্য তাদেরকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পদায়ন করার অভিযোগও রয়েছে। এমডির হয়রানির শিকার থেকে বাঁচতে ২০২৩ ও ২০২৪ সালে সিলেট অঞ্চলের ১০ জন শাখা ম্যানেজার চাকরি ছেড়ে দিয়েছেন। এছাড়া ছাত্রলীগ করা কর্মকর্তাদের জন্য তিনি উদারহস্ত ছিলেন বলেও জানা গেছে।
আত্মীয় তোষণে উদারহস্ত: আবুল কাশেম মো. শিরিন ডাচ বাংলা ব্যাংককে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক গোলাম আজাদ সম্পর্কে এমডি আবুল কাশেম শিরিনের চাচা হন। গোলাম আজাদ নিজেকে এমডির চাচা হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দবোধ করেন। শুধু আত্মীয়তার জোরেই তিনি সুনামগঞ্জের মত একটি এ ক্যাটাগরির শাখায় ম্যানেজার হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। অতীতে তিনি যে সমস্ত শাখায় কর্মরত ছিলেন সেখানে তার পারফরম্যান্স এতটাই খারাপ ছিল যে ব্যাংকের মানব সম্পদ বিভাগ তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা হিসেবে পরবর্তীতে প্রমোশন হবে না মর্মে তার বিরুদ্ধে চিঠি ইস্যু করেন। তারপরও আত্মীয়তার সুবাদে তাকে একটি ডি ক্যাটাগরির শাখা (গোয়ালাবাজার) থেকে সুনামগঞ্জের মত একটি এ ক্যাটাগরির শাখাতে শাখা ব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয় এবং দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকার হিসেবে পরিচিত পূর্বের ম্যানেজার নিহার রঞ্জন ভট্টাচার্যকে একটি থানা সদরের শাখায় বদলি করা হয়। যার কারণে তিনি চাকুরি থেকে ইস্তফা দিয়ে চলে যান।
এছাড়া গোলাম আজাদের ক্ষমতার আরেকটি উৎস হল তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। বিভিন্ন সময়ে দেয়া তার ফেসবুক পোস্ট থেকেও এর প্রমাণ পাওয়া যায়।
এ বিষয়ে কথা বললে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে বলেন, ডাচ বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম শিরিনের বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু নয়। তার বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ শুনেছি। তিনি নিজেকে অনেক পাওয়ারফুল মনে করেন। বিগত সরকারের আমলে সরাসরি গণভবনের সাথে তার যোগাযোগ ছিল।
এদিকে, হয়রানির শিকার হওয়ার ভয়ে এমডির স্বজনপ্রীতি আর স্বেচ্ছাচারিতার বিষয়ে মুখ খুলতে চান না ডাচ বাংলার কোনো কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে বলেন, যাহা রটে তা কিছু হলেও ঘটে। অনেক সমস্যা আছে। আমি এর চেয়ে বেশি আর কিছু বলতে পারবো না। তবে পলাতক গভর্নর আব্দুর রউফ তালুকদার তার বিষয়ে সবই জানতেন। সরকারের উপরের লোকদের সাথে সম্পর্ক থাকায় এমডির বিরুদ্ধে কেউ কিছু বলে না।
জানা গেছে, শাহজালাল উপশহর শাখার বর্তমান ব্যবস্থাপক জ্যোতি লাল গোস্বামীও নিজেকে এমডির নিজস্ব লোক বলে পরিচয় দেন। তার বাড়িও সুনামগঞ্জ জেলায়। ব্যাংক সূত্রে জানা গেছে, তিনি এমডির সুনামগঞ্জের সকল সহায় সম্পত্তির দেখভাল করেন এবং এমডির সুনামগঞ্জ শহরের বাসা ক্রয় পূর্বক রেজিস্ট্রেশন করার সময় জ্যোতি লাল রেজিস্ট্রি অফিসে স্বয়ং উপস্থিত থেকে সমস্ত কার্যাদি সম্পন্ন করেন। পরবর্তীতে বাসায় গ্যাস সংযোগের ক্ষেত্রেও তার অবদান ছিল অসামান্য। অভিযোগ রয়েছে, পূর্ববর্তী শাখা গুলোতে তার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক হওয়ার জন্য এমডির ব্যক্তিগত সম্পত্তি দেখভাল করাই ছিল তার যোগ্যতার মাপকাঠি।
খোঁজ নিয়ে জানা গেছে, এমডি আবুল কাশেম শিরিন তার আপন চাচাতো ভাই ফারুক আহমেদকে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং বিভাগে চাকরি প্রদান করেন এবং পরবর্তীতে তাকে কোর ব্যাংকিং এ স্থানান্তর করা হয়। শুধু তাই নয় তাকে অতি দ্রুততার সাথে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ডিঙ্গিয়ে টুকের বাজার শাখার শাখা ব্যবস্থাপক হিসাবেও পদায়ন করা হয়েছিল। যদিও পরবর্তীতে তিনি হার্ট এটাক জনিত কারণে মৃত্যুবরণ করেন।
অভিযোগ রয়েছে, তার কথা না শুনলে সিলেটে কোন কর্মকর্তা স্বস্তিতে থাকতে পারতো না এবং তাকে কেন্দ্র করে সিলেটে একটি ক্ষমতার বলয় তৈরি হয়েছিল। কেউ এই বলয়ের বাইরে গেলেই তাকে বিভিন্নভাবে অপদস্ত করা হতো। তার মৃত্যুর পরেও তার আস্থাভজনদের দ্বারা এই বলয়ের কর্মকাণ্ড অব্যাহত আছে।
জানা গেছে, এমডি তার ভগ্নিপতি ফরিদ আহমেদকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার পদ থেকে ইস্তফা প্রদান করিয়ে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং বিভাগে নিয়োগ প্রদান করেন। তিনি এখন সিলেট অঞ্চলে চাকুরিরত আছেন।
খোঁজ নিয়ে আরো জানা গেছে, এমডির মামাতো ভাই রওনুকুল ইসলামকে অদক্ষতা এবং আচরণগত কারণে বেসিক ব্যাংকের সিলেট শহর শাখা থেকে বদলী করে হবিগঞ্জ জেলার একটি ছোট শাখায় পাঠিয়েছিল। আর সেই অদক্ষ কর্মকর্তাকে আত্মীয়তার জোরে ডাচ বাংলা ব্যাংকের শাহজালাল উপশহর শাখায় উচ্চ বেতনে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া, সিলেট আম্বরখানা শাখা এবং উপশহর শাখায় এমডির দুই ভাগ্নি জেসমিন ও ফারজানা ফরেন রেমিটেন্স বিভাগে কর্মরত রয়েছেন। আর সিলেটের ঢাকা দক্ষিণ শাখায় ভাগ্নি জামাই নাজমুল হুসেন ফরেন রেমিট্যান্স অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, আম্বরখানা শাখার শাখা ব্যবস্থাপক মোকদ্দছ আলীর রাজনৈতিক পরিচয়ই তার যোগ্যতার প্রধান হাতিয়ার। তিনি তার পূর্ববর্তী কর্মস্থল মৌলভীবাজার শাখায় আশানুরূপ কোন ফলাফল দেখাতে ব্যর্থ হওয়া সত্ত্বেও আম্বরখানার মত একটি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনের ভেতরকার শাখার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার হিসেবে পদায়িত হন। জানা গেছে, তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং আওয়ামী সরকারের পতনের পূর্ব পর্যন্ত তিনি, গোলাম আজাদ এবং জ্যোতি লাল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ডের সহিত যুক্ত ছিলেন। যদিও চাকুরি বিধি অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু এমডি তাদেরকে বিভাগীয় শাস্তির পরিবর্তে সিলেটের গুরুত্বপূর্ণ শাখাগুলোতে পদায়িত করে পুনর্বাসিত করেছেন।
দুই বছরে চাকরি ছেড়েছেন ১০ জন শাখা ম্যানেজার: অভিযোগ রয়েছে, উপরে উল্লেখিত এমডি আবুল কাশেম মো. শিরিনের আত্মীয় ও পছন্দের লোকদের কথা যারা শুনেনি তারাই রোষানলের শিকার হয়েছে। গত দুই বছরে সিলেট জোনের দশ জন শাখা ব্যবস্থাপক চাকুরি থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন। আর তাদের অপরাধ ছিল তারা এমডির পছন্দের লোকদের অনুসারী ছিলেন না। যারা তাদের আজ্ঞাবহ না হতেন তাদের বিরুদ্ধেই এমডিকে দিয়ে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্ররোচিত করতেন। আর এমডি কোনো যাচাই বাছাই না করে যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের বিভিন্নভাবে হয়রানি করেন।
অভিযোগ রয়েছে, যে সকল শাখা ব্যবস্থাপককে তার পছন্দ হয় না সেসকল শাখা থেকে বড় বড় লোনগুলো ক্লাস্টারে স্থানান্তর করা হয়। ফলে ঐ সকল শাখার বার্ষিক মুনাফা কমে যায় এবং ব্যবস্থাপকগণ প্রধান কার্যালয় কর্তৃক প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে এই ব্যর্থতার দায় নিয়ে ওই ব্যবস্থাপকদেরকে কম গুরুত্বপূর্ণ শাখা অথবা প্রধান কার্যালয়ের কোন গুরুত্বহীন বিভাগে বদলি হয়ে চলে যেতে হয়। এগুলো করা হয় যাতে তারা স্ব-ইচ্ছায় চাকরি থেকে ইস্তফা প্রদান করেন। আর চাকুরি যাওয়ার ভয়ে এনিয়ে কেউ মুখ খুলতেও সাহস করেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, ডাচ বাংলার এমডি আবুল কাশেম শিরিনের হয়রানির শিকার হয়ে ১০ জন শাখা ম্যানেজার চাকরি থেকে ইস্তেফা দেন। তারা হলেন, সুনামগঞ্জ শাখার ম্যানেজার নিহার রঞ্জন ভট্টাচার্য, হবিগঞ্জ শাখার ম্যানেজার বাবলুর রহমান, বিশ্বনাথ শাখার ম্যানেজার গোলাম শাহরিয়ার চৌধুরী ও সঞ্জিত কুমার সিংহ, সিলেট উপশহর শাখার ম্যানেজার ফাহমিদ বকস চৌধুরী, সিলেট শাখার ম্যানেজার নাজমুল হক। এছাড়া, উপশহর শাখার ম্যানেজার, দক্ষিণ সুরমা শাখার ম্যানেজার, গোলাপগঞ্জ শাখার পর পর দুই জন ম্যানেজার ও বড়লেখা শাখার ডেপুটি ম্যানেজার চাকরি থেকে ইস্তেফা দেন।
একটি সূত্রে জানা গেছে, উপশহর শাখার ম্যানেজার ছিলেন ফাহমিদ বকস চৌধুরী। তিনি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি এমডির পছন্দের লোক না হওয়ায় তাকে ঢাকার মানিকগঞ্জে বদলি করেন। তার স্ত্রী মারা যাওয়ায় তিনি দুই সন্তানকে নিয়ে মানিকগঞ্জ শাখায় আসেননি। তিনি চাকরি থেকে ইস্তেফা দেন। এ বিষয়ে জানতে ফাহমিদ বকস চৌধুরীকে ফোন দিলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আরেকটি সূত্রে জানা গেছে, ডাচ বাংলার সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার ম্যানেজার নাজমুল হককেও হয়রানির জন্য দিনাজপুরে বদলি করে। তিনি সেখানে যোগদান করলেও কিছুদিন পর চাকরি থেকে ইস্তেফা দেন। এ বিষয়ে জানতে নাজমুল হকের নাম্বারে ফোন দিলে তিনিও কোনো মন্তব্য করতে রাজি হননি।
আর নাম প্রকাশ না করার শর্তে চাকরি থেকে ইস্তেফা দেয়া একজন সাবেক শাখা ম্যানেজার বাণিজ্য প্রতিদিনকে বলেন, এটা চাকরি ছিল না। সেখানে এমডির গোলামি করতে হয়েছে। ডাচ বাংলায় কাজের দরকার নাই। এমডিকে খুশি রাখতে পারলেই পদোন্নতিসহ সব ঠিক। এমডি তার চামচা আত্মীয়দের কথা শুনে আমাকে একটা কম গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দিয়েছিল। উনি কাউকে চাকরি ছাড়তে বলেনি। এমন জায়গায় পোস্টিং করবে যাতে নিজ থেকেই চাকরি ছেড়ে চলে যায়।
জানা গেছে, এর আগেও এমডি সিলেটের অনেক ব্যবস্থাপককে চাকুরি থেকে ইস্তফা প্রদান করতে বাধ্য করেছেন। তাদের মধ্যে অনেকে আদালতে মামলা করেছেন, অনেকে বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়েছেন, ফলে কয়েকজনকে তিনি চাকুরি ফেরত প্রদান করতে বাধ্য হয়েছিলেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল সব্যসাচী দেব রায় রাজু এবং ভোলানাথ দাস। কিন্তু প্রধান কার্যালয় তাদের প্রতি এতটাই বিরাগভাজন ছিল যে সব্যসাচী দেব রায় পুনরায় চাকরি ছেড়ে চলে যেতে বাধ্য হন।
জানা গেছে, ২০১১ সালে ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটে বাংলাদেশের সকল থানায় লোক নিয়োগের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত হাজারেরও বেশি লোককে নিয়োগ প্রদান করা হয়। পরবর্তীতে তৎকালীন এএমডি ও বর্তমান এমডি আবুল কাশেম শিরিন সিদ্ধান্ত নেন থানা সদরে রকেটের আর কোন অফিস রাখবেন না এবং কর্মরত সকল কর্মকর্তাকে চাকুরি থেকে ইস্তফা দিতে বাধ্য করেন। এই লোকগুলো তাদের পূর্বের প্রতিষ্ঠানেও আর ফেরত যেতে পারেনি। যার ফলে তারা তাদের পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এনজিও’র চাকরি ছেড়ে রকেটে যোগ দিয়ে আবার চাকরি হারানো একজন বাণিজ্য প্রতিদিনকে বলেন, ডাচ বাংলা ব্যাংক আমাদের অনেক সর্বনাশ করেছে। আমরা চাকরি ছেড়ে রকেটে যোগ দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে রকেট বন্ধ করে দিয়ে আমাদেরকে বলা হয় হেড অফিসে যেতে। হেড অফিসে গিয়ে থাকা-খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এক পর্যায়ে আমরা চাকরি থেকে রিজাইন দিতে বাধ্য হয়।
অভিযোগের বিষয়ে জানতে ডাচ বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেমের নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি। এমনকি অভিযোগের বিষয় উল্লেখ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও কোনো জবাব দেন নি।
ডাচ বাংলা ব্যাংকের এমডির স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বাণিজ্য প্রতিদিনকে বলেন, কেউ যদি লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ করে তাহলে আমরা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিবো।