Top

প্রিন্সিপ্যাল গ্রুপের নতুন প্রকল্প ‘প্রিন্সিপ্যাল অ্যাইল্যান্ড’ এর উদ্বোধন

১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ
প্রিন্সিপ্যাল গ্রুপের নতুন প্রকল্প ‘প্রিন্সিপ্যাল অ্যাইল্যান্ড’ এর উদ্বোধন
প্রতিনিধি :

প্রিন্সিপ্যাল গ্রুপের নতুন প্রকল্প ‘প্রিন্সিপ্যাল অ্যাইল্যান্ড (সিটি অ্যান্ড পার্ক)’ এর উদ্বোধন করা হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় রাজধানী একটি হোটেলে ‘প্রিন্সিপ্যাল অ্যাইল্যান্ড (সিটি অ্যান্ড পার্ক)’ শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম ফজলুল হক। এছাড়া প্রধান আলোচক ছিলেন- কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওবায়েদ উল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব অর্গানাইজেশন স্টাটিজ এন্ড লিডারশীপ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়তউল্লাহ।

এসময় আরও অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার