Top

জয়পুরহাটে মায়ের স্বপ্ন পূরণে হাতিতে চড়ে বিয়ে

১৫ ডিসেম্বর, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ
জয়পুরহাটে মায়ের স্বপ্ন পূরণে হাতিতে চড়ে বিয়ে
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাট জেলার সদর উপজেলায় বড় মায়ের স্বপ্ন পূরণে হাতিতে চড়ে বিয়ে করতে আসেন যুবক।

রোববার (১৫ ডিসেম্বর) জয়পুরহাট জেলার সদর উপজেলার আমদই ইউনিয়নের কয়তাহার গ্রামে আনিছুর রহমানের কন্যা মোছা সুমি আক্তারের সাথে বিয়ে ঠিক হয় একই জেলার পার্শ্ববর্তী উপজেলা পাঁচবিবি উপজেলার কুসুম্ব ইউনিয়নের তেলিহার গ্রামের লেজাম উদ্দীনের ছেলে বর জাকারিয়া হোসেনের সাথে।

জানা যায়, বর জাকারিয়ার পরিবারের কোন পুত্র সন্তান ছিলো না তাই তার বাবা একাধিক বিয়ে করে এবং পর পর তিনটি কন্যা সন্তান হয় তখন বরের বড় মা নিয়ত করে যদি তাদের পরিবারে পুত্র সন্তান হয় তবে তারা সেই ছেলের হাতিতে চড়ে বিয়ে করাবেন।

বরের বড় মা মৃত্যু বরণ করলেও বড় মায়ের ওসিয়ত পূরনে ছেলে ২৫ বছর বয়সে হাতিতে চড়ে বিয়ে করতে আসেন।

এ বিষয়ে ছেলে জাকারিয়া বলেন আমার মায়ের ইচ্ছা পূরন করতে আমি হাতিতে চড়ে বিয়ে করতে এসেছি, মেয়ে সুমি আক্তার বলেন আমার স্বামী মায়ের ইচ্ছা পূরণে হাতিতে চড়ে বিয়ে করতে এসেছে আমার খুব ভালো লাগছে।

এ বিষয়ে গ্রামবাসীরা বলেন আমরা আগে এমন বিয়ে দেখিনি আমাদের এলাকায় এটাই প্রথম আমাদের খুব ভালো লাগছে।

এম জি

শেয়ার