মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণিল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে বাস টার্মিনাল থেকে র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আলহাজ মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।
র্যালীতে নারী-পুরুষ, শিশু, কিশোর, তরুণ, যুবক জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে বাদ্য বাজনার তালে তালে অংশগ্রহণ করেন।
বিজয় র্যালী থেকে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কারাগারে থাকা জাকারিয়া পিন্টুর মুক্তির দাবি করেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক আহসান হাবীব, পৌর বিএনপি’র প্রস্তাবিত কমিটির আহ্বায়ক এস এম ফজলুর রহমান, প্রস্তাবিত সদস্য সচিব বিল্টু কুমার সরকার, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক আমিনুর রহমান স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্কাজ আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।
তারা বলেন, দীর্ঘ ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা ছিল না। ফ্যাসিস্ট সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। আজ দ্বিতীয়বার স্বাধীনতা পাবার পর মানুষ খোলা বাতাসে শ্বাস নিতে পারছে, কথা বলতে পারছে। সুখি সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
বিএইচ