সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ হাজার ০৯ শতাংশ। কোম্পানিটি ১৩৪ বারে ৫০ হাজার ৭০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১৬ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৫৭৯ বারে ৪ লাখ ৩৩ হাজার ৪৩৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৯৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৩৯ বারে ১৪ লাখ ৫৫ হাজার ৭৩৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – বিকন ফার্মার ৫.১৬ শতাংশ, সায়হাম কটনের ৪.৪৩ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড ওয়ান স্কিম ওয়ানের ৩.৭৭ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩.৬৬ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৩.৪৮ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৩.২৯ শতাংশ এবং সায়হাম টেক্সটাইলের ৩.১৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস