চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডে বসতবাড়ির প্রবেশপথ বন্ধ করে দেয়াল নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। ১৬ ডিসেম্বর সোমবার বিকেলে খলিসাঢুলি এলাকায় ব্যাংক কর্মকর্তা ও সমাজকর্মী লায়ন গোলাম হোসেন টিপুর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে অবগত করে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেয়াল নির্মাণ কাজ বন্ধ করে দেন। পাশাপাশি উভয় পক্ষকে থানায় এসে তাদের স্ব স্ব কাগজপত্র দেখিয়ে বিষয়টি মীমাংসা জন্য নির্দেশ দেন।
এ বিষয়ে সোনালী ব্যাংকের কর্মকর্তা ও চাঁদপুর সদর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি লায়ন গোলাম হোসেন টিপু জানান, ২০১০ সালে আমি এবং আমার স্ত্রী ফৌজিয়া আক্তারের নামে ৪৭ নং খলিসাটুলি মৌজায় ৬ শতাংশ জমি ক্রয় করেছি। যার দলিল নং ৮৪৪/১০। ক্রয়কৃত ডোবা জমিটি ভরাট করে দীর্ঘদিন যাবত ভোগ-দখল করে আসছি। জমির ট্যাক্স ও হালনাগাদ খারিজসহ চাঁদপুর পৌরসভার প্লানপাসের মাধ্যমে একটি ভবন নির্মাণ করি। কিছুদিন পূর্বে আমার নির্মাণাধীন ভবনের একটি পত্রিকা অফিস এবং আমাদের বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের কার্যালয় করেছি। সেটি ওপেন করার পর স্থানীয় একটি মহল ভবন থেকে বের হতে আমাদের বাধা প্রদান করছে।
তিনি আরও বলেন, আমার জমির পূর্বের মালিক বাড়ির সামনের রাস্তায় জন্যে দেড় শতাংশ জামি ক্রয় করে ছেড়ে দিয়েছেন। যার দলিল নং ৮৬০৩। তারিখ ২৪/৯/৮৬। বিএস ৫৪২। ১৬ই ডিসেম্বর দুপুরে খবর পাই, উল্লেখিত পক্ষটি আমার বাড়ি থেকে বের হওয়ার পুরো রাস্তাটি উপর দেয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। তাৎক্ষণিক বিষয়টি প্রশাসনকে অবগত করলে পুলিশ এসে দেয়াল নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এরপর উভয় পক্ষকে চাঁদপুর মটর থানায় ডেকে কাগজপত্র দেখেন। আগামী ২৫ তারিখে পৌরসভার আমিন দিয়ে জায়গাটি মেপে এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন বলে প্রশাসন থেকে জানানো হয়েছে।
এদিকে বসতবাড়ির প্রবেশ পথ বন্ধ করে দেয়াল নির্মাণের বিষয়ে অভিযুক্ত এলাকাবাসী জানান, এলাকাবাসীর চলাচলের রাস্তায় গোলাম হোসেন টিপুর কোন সম্পত্তি নেই। তবে যেখানে তিনি বসতবাড়ি করেছেন, সেখানে রাস্তা অনেক চওড। কিন্তু রাস্তায় প্রবেশ মুখে তাদের যেই প্লটগুলো রয়েছে সেখানে একেবারে চিকন। চাঁদপুর পৌরসভার নির্দেশনা অনুযায়ী এলাকাবাসীর পক্ষ থেকে তাকে বারবার বলা হয়েছে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। এলাকাবাসীর কথা না শুনায় আমরা তার ভবনের সামনে ওয়াল করে চেয়ে যাতে তিনি এ রাস্তা ব্যবহার করতে না পারেন।
এম জি