পদ্মা ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খান।
বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়ে ১২০তম বোর্ড সভায় মো. শওকত আলী খানকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পদ্মা ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মো. শওকত আলী খান সোনালী ব্যাংকে যোগদানের আগে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে রূপালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৮ সালে বিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদান করেন।
দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে অভিজ্ঞ এই ব্যাংকার রূপালী ব্যাংকের বিভিন্ন শাখা, স্থানীয় কার্যালয় ও প্রধান কার্যালয়ের এইচআর, শিল্পঋণ, এসএমই, আইটি, ট্রেজারি, সংস্থাপন, আইন, কৃষি ও ক্ষুদ্রঋণ এবং আন্তর্জাতিক বিভাগের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।
এম জি