মৌচাক পুলিশ ফাঁড়ির ১০০ গজের মধ্যে আমার ছেলেটাকে হত্যা করা হলো। হানিফ স্পিনিং মিলের মূল গেটের নিরাপত্তাকর্মীদের সামনে অর্থাৎ এক হাত দূরত্বে ছিনতাইকারীরা ছেলেকে ছুরিকাঘাত করলো, সবার সামনে দিয়ে চলে গেলো তারা, কেউ বাধা দিলো না, শুধুমাত্র ছিনতাইয়ের জন্য। এটা কী করে সম্ভব। ছেলেটা সড়কে পড়ে ছিল সাড়ে চার ঘণ্টা, কেউ উদ্ধার করতে এগিয়ে এলো না। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি, আমার স্ত্রী ও ছোট ছেলে ঘটনাস্থলে যাই। মৌচাক ফাঁড়িতে খবর দেওয়া হয়। সেখান থেকে বলা হয়েছিল, এটি হাইওয়ে পুলিশের দায়িত্ব। হাইওয়ে পুলিশকে জানানোর পর তারা বলেছে, মৌচাক ফাঁড়ির দায়িত্ব। এমন পরিস্থিতিতে ছেলেটা সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। আসলে এসব নিয়ে আমি বাকরুদ্ধ।
সন্তান হারানোর কষ্টের কথাগুলো শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে এভাবেই বলেছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবীর হোসেন শিহানের (২৪) বাবা তানভীর হোসেন নান্নু। ১২ ডিসেম্বর ভোর ৫টার দিকে অফিসে যাওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হানিফ স্পিনিং মিলের সামনে হত্যার শিকার হন শিহান। তিনি রাজধানীর উত্তরায় স্কাই টেক সলিউশন কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ (সেলস) হিসেবে কর্মরত ছিলেন। বাবা-মায়ের সঙ্গে উপজেলার মৌচাক জামতলা মাজার রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন। হত্যাকান্ডের ঘটনায় তার বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন।
তানভীর হোসেন নান্নু বলেন, সেদিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঘটনাস্থলে লাশ পড়ে ছিল। এরপর আমার স্ত্রী দায়িত্বশীল একজনকে অনুরোধ করলে লাশ উদ্ধার করেছিল মৌচাক পুলিশ ফাঁড়ি। ছেলের পায়ে ও রানে ধারালো অস্ত্রের কয়েকটি কোপ ছিল। আমার ধারণা দীর্ঘ সময় সেখানে পড়ে থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়।
ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল না উল্লেখ করে শিহানের বাবা আরও বলেন, ছেলে পড়াশোনা করেছে ঢাকায়। এলাকায় কেউ বলতে পারবে না কখনও কারও সঙ্গে আড্ডা দিয়েছে। কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে হানিফ স্পিনিং মিলের মূল গেটের এক নিরাপত্তাকর্মী বলেছেন, শিহানকে রাস্তায় পড়ে থাকতে দেখে সকাল ৭টার দিকে আমরা মৌচাক ফাঁড়িতে খবর দিই। সাড়ে ৭টার দিকে পুলিশ সদস্যরা এসে বলেছেন, এটি দেখার দায়িত্ব হাইওয়ে পুলিশের, আমাদের নয়। এই কথা বলে তারা চলে গেছেন। কিন্তু তখন হাইওয়ে পুলিশের কাউকে আমরা পাইনি। ফলে সাড়ে ৯টা পর্যন্ত ওই শিক্ষার্থী পড়ে ছিল।
নিহতের শিহানের খালু ওমর ফারুক বলেন, আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে হত্যার মোটিভ বা কারা মারলো, কোন উদ্দেশ্যে মারলো এই জায়গাটা আসলে তদন্তের ব্যাপার, আর এটা পুলিশ করবে। পুলিশ যদি বায়াস্ট হয়ে তদন্ত করে তারা আগেই ধরে নিল এটা ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যা, সেটা তো নিরপেক্ষ তদন্ত হলো না। আমরা এখনো পুলিশের উপর আস্থা রাখতে চাই। কারণ, আমাদের আার কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। আমরা আস্থা রাখতে চাই। কিন্তু, এটাও আমরা মনে করি এইটার সাথে যারা যুক্ত একদম সঠিক তদন্ত করে তাদের সর্বোচ্চ শাস্তি হোক। কোন নিরপরাধ বা অন্য কোনো অপরাধ কেরেছে সেটার সাথে এটা যেন ট্যাগ না করে কোন রকমের নির্দোষ লোকজন এটাতে শাস্তি না পায়, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। হত্যার মোটিভ কি এবং এটা পরিকল্পনার অংশ কি না, কেউ এটাকে পরিকল্পনা করেছে কি না, এ তথ্যগুলো আমরা আসলে আন্দাজের ওপর কিছু বলতে চাই না। কেন বলতে চাই না, এটা বললে একবারেই আন্দাজের ওপর হবে। একথাটা আমরা পারিবারিকভাবে বলতে চাই না। এটা পরিকল্পনার অংশ কিনা। কারণ, আমরাও জানি না। শিহানের কোনো পলিটিক্যাল অ্যাফিনিয়েশন নাই। সে কোনো রকমের আওয়ামীলীগ, বিএনপি, জামায়েত শিবির কোনো কিছুর সাথে যুক্ত ছিল না। সে গান গাইতো টুকটাক, নিজের মতো করে চাকরি করতো। যখন যেটা মনে হতো দু’একটা তার ফেসবুকে লিখতো, এই হচ্ছে তার পরিচয়। আর মহল্লার মধ্যে তার কোনো শত্রু নাই। এই পরিবারটি একবারেই ছোট্ট একটা মধ্যবিত্ত পরিবার। তার মা শিক্ষক, এ এলাকার সবাই তার মা’কে চিনে। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ৩৫ বছর যাবত এলাকায় থাকে। এখানে তো তার শত্রু নাই। পলিটিক্যাল অ্যাফিনিয়েশন নাই। এখন একজন মানুষকে এইভাবে খুন করবে, যেখানে আঘাত করেছে, যেভাবে আঘাত করেছে। তার উরুর উপরে দুইটা আঘাত আমরা দেখেছি। এখানে যে আঘাত করলো এই আঘাতগুলো অনেক শক্তিশালী এবং অনেক শক্তি লাগে আঘাত করার। এটা তো প্ল্যান ছাড়া হয় না। আমাদের যেরকম মনে হয় পুলিশ এটা সুষ্ঠু তদন্ত করে বের করে আনতে পারে, এটার ব্যাকেন্ডে যেই থাকুক তার যদি শাস্তি হয়, তাতেই আমরা সন্তুষ্ট এবং আপাতত সন্তুষ্টি প্রকাশ করব। আমাদের স্ট্যান্ড এইটা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পুলিশ সুপার (এসপি) মহোদয় আসছিল। তাদের সাথে যখন কথা হয়েছে মনে হয়েছে তার খুবই আন্তরিক। ওসি সাহেব বার বারই বলেন আমরা খুবই আন্তরিকতার সাথে দেখছি ব্যাপারটা, আমরা অন্য কোন সাইড থাকলেও সেটা দখেবো। কতটুকু দেখছে পরিষ্কারভাবে তা আমাদেরকে বলে না। আমরাও বুঝি না। আমাদের কাছে মনে হচ্ছে পুলিশের ওপর আস্থা রাখা ছাড়া আমাদের আর কিছু নাই। আর কি করব আমরা, কি করতে পারি? আমাদের শেষ পর্যন্ত আইনশৃঙ্খলার ওপরই আস্থা রাখতে হবে। সে উত্তরায় একটা অস্ট্রেলিয়ান কোম্পানীর কল সেন্টারে চাকরি করতো, এটাই তার প্রথম চাকরি। তবে, ছাত্র আন্দোলনের সাথে তার একাত্বতা ছিল, সেটা তার ফেসবুক পোস্টে বুঝা যায়। শিহান চাকরির কারণে অ্যাক্টেবলি সবসময় থাকতে পেরেছে সেটা বলছি না। আমি তার সাথে ব্যাক্তিগতভাবে যখন কথা বলতাম তখনও প্রচন্ড রকম আন্দোলনের সাথে যে আছে, ছিল, অফিস শেষ করে চলে যেতো, বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ বা সহযোগীতা করতো সেটা প্রকাশ পেয়েছে। নারায়ণগঞ্জ শহরের দেওভোগ (পাক্কারোড) এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা এবং শিহান হত্যা প্রায় কাছাকাছি। দুইটায় ছিনতাইয়ের মতো করে ফ্রেম করা, ফ্রেমিংটা হচ্ছে ছিনতাই। কিন্তু, আল্টিমেটলী মেরে ফেলেছে। থাকতে পারে, কিন্তু আমাদের কাছে এটা একবারে পরিষ্কার না, যে ওইটায় এটা। একটা ক্লু তো থাকতে হবে, সে ক্লু টা আমাদের কাছে নেই। গাজীপুর এবং নারায়ণগঞ্জের দুইটা ঘটনা একই দিনে একই প্যাটার্নের। এটা পুলিশ, সিআইডি বা আইশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিট বা সাংবাদিকেরা তদন্তে ট্রাইঅ্যাঙ্গেল করে এটা ব্যাকেন্ডে আরো যেতে পারেন, আরো দেখতে পারেন। এ প্যাটার্নগুলো ধরে ব্যাকেন্ডে যাওয়া, তথ্য কালেক্ট করা পদ্ধতিগতভাবে তদন্ত করতে হবে। সেটা কিন্তু আমাদের পরিবারের পক্ষে এটা খুবই ডিফিকাল্ট এবং সম্ভব না। আমরা আসলে স্ট্যাট ডয়েতে বলতেও পারছি না এটা একবারেই একই সূত্রে গাঁথা এবং একই সাথে আসা। শিহান হত্যার ঘটনা উদঘাটনে পুলিশের কার্যক্রম বা তাদের প্রতি আপনাদের কেমন আস্থা আছে এমন প্রশ্নে তিনি বলেন, আস্থা করতে হচ্ছে। অমাদের পরিবারের পক্ষ থেকে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) খুব আন্তরিক মনে হচ্ছে প্রথম থেকেই। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তার ক্যাপাসিটি নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এ মামলাটি আসলে জেলা বা বিভাগীয় ভাবে বিশেষভাবে দেখা দরকার বলে আমরা মনে করি। ওসি সাহেব যদিও বলেছেন তিনি পুলিশ সুপার (এসপি) মহোদয়ের সাথে যোগযোগ রাখছেন এবং তারা ঘটনাটি নিয়ে খুবই ফলোআপ করছেন।
কিন্তু আমাদের কাছে মনে হয়েছে তদন্ত অফিসার একজন দিতে হয়েছে দিলো। কিন্তু, শ্যাডো ইনভেস্টিগেশন, প্যারালাল ইনভেস্টিগেশন পুলিশ সুপার (এসপি) কার্যালয় থেকে চালানো দরকার আমাদের কাছে মনে হয়েছে। এরকম আলোচিত হত্যাকান্ডগুলো একজন লোকের ওপর ডিপেন্ড করে না।
কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইচার্জ মহিদুল ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার হানিফ স্পিনিং মিলের সামনে শিহান এবং কাভার্ডভ্যান চালক মাসুদুর রহমানকে (৪৬) ছিনতাইকারীরা (আসামিরা) পথরোধ করে। আসামিরা শিক্ষার্থী শিহানের হাঁটুতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা ফোন, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ভিসা কার্ড, মানিব্যাগ ও হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। তারা পেশাদার ছিনতাইকারি। তারা গত দুই বছর যাবত চন্দ্রা, মৌচাক, কোনাবাড়ী, চান্দনা চৌরাস্তা, টঙ্গী, সালনা এবং শ্রীপুর এলাকায় ছিনতাই কাজে জড়িত রয়েছে বলে স্বীকারোক্তি দেয়।
তিনি আরো বলেন, বুধবার (১৮ ডিসেম্বর) গ্রেফতারকৃত আসামীদের মধ্যে পাঁচজন গাজীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক ৫টি আদালতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তাদের মধ্যে আসামী সরওয়ার হোসেন শারু হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেনি। তাই তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডের শুনানির দিন ধার্য কার হয়নি। মূলত: তারা পেশাদার ছিনতাইকারী। তাদের নামে আশেপাশে বা তাদের এলাকার থানায় ছিনতাই, চুরি, ডাকাতি, ছিনতাই চেষ্টার কোনো মামলা আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, সার্ভার সমস্যার কারনে বিষয়গুলো নিয়ে জানা যায়নি। সার্ভার ঠিক হয়ে গেলে তাদের নামে কোনো থানায় এরকম মামলা আছে কি না আমরা খোঁজ নিয়ে দেখবো।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থী তাজবীর হোসেন শিহানকে কুপিয়ে হত্যার ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে সিসিটিভির ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে কালিয়াকৈর থানা পুলিশ গাজীপুর মহানগরীর সালনা, বাসন, কোনাবাড়ী, টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আমগাছীহান্দা গ্রামের হালিম উদ্দিনের ছেলে তাকওয়া পরিবহন বাসের চালক সরওয়ার হোসেন শারু (২৮), কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আলী আজগরের ছেলে সিএনজি অটোরিকশাচালক নাজিম উদ্দিন নয়ন (৩৫), একই জেলার উলিপুর উপজেলার মধুপুর গ্রামের আজগর আলীর ছেলে সিএনজি অটোরিকশাচালক ছাইফুল ইসলাম (৪২), লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পূর্ব জামেরতলী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে আজমেরী গ্লোরী পরিবহনের হেলপার জুয়েল (২৪), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে তাকওয়া পরিবহনের স্টাফ মিলন (২৭) এবং ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামের মৃত সুলতান বয়াতির ছেলে চা দোকানদার ও চোরাই মোবাইল ফোনের ক্রেতা আনোয়ার হোসেন (৩৫)। তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা, চাপাতি, ছুরিসহ ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ।
তিনি বলেন, আসামীরা স্বীকার করেছে শিক্ষার্থী শিহানকে ছিনতাই করার ২০ মিনিট আগে তারা কাভার্ডভ্যান চালক মাসুদুর রহমানকে ছুরিকাঘাত করে ছিনতাই করে। শিহানকে হত্যার কোনো উদ্দেশ্যে ছিল না তাদের। ছিনতাইকালে শিহান তাদের সাথে ২ থেকে ৩ মিনট ধস্তাধস্তি করেছে। তাই তাকে হাঁটুতে আঘাত করেছে তবে হত্যার উদ্দেশ্যে না। কিন্তু, হাঁটুতে আঘাত করলে শিহানের মৃত্যু হবে এটা ছিনতাইকারীরা বুঝতে পারে নি বলে স্বীকার করে।
এনজে