Top

ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

২৫ ডিসেম্বর, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
ঢাকা কলেজ প্রতিনিধি :

ঢাকা কলেজ ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কুশপুত্তুলিকা দাহ করেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ঢাকা কলেজ বিজয় চত্বরের সামনে পদবঞ্চিত নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এসময় সদ্য ঘোষিত কমিটিকে অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে ক্যাম্পাসে শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কমিটি বিলুপ্ত ঘোষণা না করা পর্যন্ত বর্তমান কমিটি ক্যাম্পাসে অবস্থান নিতে পারবে না বলে জানান পদবঞ্চিতরা।

পদবঞ্চিত নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে ‘রাকিব নাছিরের কমিটি মানি না মানবো না, রাকিব নাছিরের দুই গালে জুতা মারো তালে তালে, ছাত্রলীগের কমিটি মানিনা মানবো না, আমাদের ক্যাম্পাস আমরাই থাকবো, ভাই মানার কমিটিরা হুশিয়ার সাবধান, ছাত্রলীগের দালালেরা মানি না মানবো না, অবৈধ কমিটি মানি না মানবো না, ককটেল দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

পদবঞ্চিত ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমি ঢাকা কলেজ ভর্তির পর থেকে ছাত্রদল করি,ছাত্রদলের সাথে জড়িত । এ পর্যন্ত যত প্রোগ্রাম ছিল সব প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। ২০১৭ সালে যে কমিটি হয়েছিল সেখানে সদস্য ছিলাম এবং তার পরের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক। গত ২৮ অক্টোবরের পরে আমার জীবন বাজী রেখে রাজপথে ছিলাম । রাজপথে থাকার পরে দলীয় যে নির্দেশনা দিয়েছে সব যথাযথ ভাবে পালন করেছি । জলাই গণ অভ্যুত্থানে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সাধারণ ছাত্রদের পাশে থেকে আমরা সাইন্সল্যাব,ঝিগাতলা ও ঢাকা কলেজ এলাকায় আন্দোলন চালিয়ে যায়। দলের একটি খারাপ চক্র তারা দলের ভিতর দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য তারা সামাজিক ভাবে অনেক পায়তারা করে এবং দেখা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে কালকে একটা কমিটি হয়েছে। ৫ আগষ্ট পরবর্তী ছাত্রলীগের একটি চক্র সক্রিয় ছিল। সেই চক্র ঢাকা কলেজের যে কমিটি হয়েছে, সেই কমিটিতে জায়গা পেয়েছে। এই কমিটিতে ছাত্রলীগের অনেক কর্মী আছে ডকুমেন্ট সহ আমরা দফতরে দিব । আমাদের ৩৬ জনের কমিটিতে ৪/৫ জন ছাত্রলীগের কর্মী আছে। জুলাই গণ অভ্যুত্থানে যারা সাইন্সল্যাবে আমাদের ওপর হামলা করেছে তারাই আজ ছাত্রদলের কমিটিতে এসেছে। আর আমরা যারা সাধারণ ছাত্রদের পাশে ছিলাম, আন্দোলনে সক্রিয় ছিলাম, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলেছি তারা আজ পদবঞ্চিত। আমরা হুশিয়ার করে বলতে চাই কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই এং সাধারণ সম্পাদক নাছির ভাইকে শ্রদ্ধা ও সম্মানের সাথে বলতে চাই আপনারা যে কমিটি দিয়েছন একটু বিচক্ষণতার দরকার ছিল। আমাদের যারা ঢাকা কলেজের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিল তাদের সাথে পরামর্শ করে কমিটি দেওয়া উচিত ছিল। কারণ হরতালের প্রোগ্রামে যারা গুটি কয়েক কর্মী ছিলাম তারা আজ পদবঞ্চিত। কেন এমনটা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা যারা রাজপথে ছিলাম এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাজবিউল,সহ-সভাপতি আবির,ও যুগ্ন-সাধারন সম্পাদক মোঃমেহেদী হাসান ও যুগ্ন-সাধারন সম্পাদক তারেক জামিল সহ অর্ধশতাধিক নেতাকর্মী

এম জি

শেয়ার