Top

কবি নজরুল কলেজ ছাত্রদলের কমিটিকে অবাঞ্চিত ঘোষণা

২৫ ডিসেম্বর, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ
কবি নজরুল কলেজ ছাত্রদলের কমিটিকে অবাঞ্চিত ঘোষণা
কবি নজরুল কলেজ প্রতিনিধি :

পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতা-কর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় কলেজ গেটে অবস্থান নেন পদবঞ্চিতরা। এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব ও সম্পাদক নাছিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

পদবঞ্চিতরা অভিযোগ করে বলেন, মামলা-হামলার শিকার হওয়া নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি ঘোষণা করা হয়। যা আমাদের সাথে বৈষম্য।

পদবঞ্চিতদের মধ্যে বিক্ষোভে উপস্থিত ছিলেন- সাবেক সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান, মেহেদি হাসান ইছা, মোঃ জসিম আকন মাজহারুল ইসলাম, ইয়াসিন মাহবুব, এইচ এম ইব্রাহিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল হোসেন, সাইফুল ইসলাম মিঠু, নুরুল আমিন, মেহেবুল হাসান।

আরও উপস্থিত ছিলেন, কবি নজরুল সরকারি কলেজের একমাত্র হল শহীদ শামসুল আলম হল শাখা ছাত্রদলের সভাপতি মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রেজাউল খান। কলেজ ছাত্রদলের দফতর সম্পাদক হাসান মাহমুদ ও সহ দপ্তর সম্পাদক মোঃ নাসিম শিকদার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাবেক সহ-সাধারন সম্পাদক, সাবেক সহ-সাংগঠনিক ও সদস্যবৃন্দ।

বিএইচ

শেয়ার