Top

গাইবান্ধায় যুবককে হত্যা

২৫ ডিসেম্বর, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
গাইবান্ধায় যুবককে হত্যা
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটিতে বিদ্যুৎ তার চুরি করাকে কেন্দ্র করে শামীম আহমেদ নামের এক যুবককে (২৭) হত্যা অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে রংপুর হাসপাতালে তার মৃত্যু হয়। শামীম আহমেদ খোলাহাটি ইউনিয়নের শরিফুল আলম আন্জুর ছেলে।

পুলিশ ও স্বজনরা জানান, গত ১৯ ডিসেম্বর রাত নয়টার দিকে গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটি গ্রামে আফজাল হোসেন, তাহসিন, রিংকু জীমসহ তাদের সঙ্গে কথাকাটি ঘটে।এ সময় ৫-৬ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ করে শামীম এর মাথায় আঘাত করে। পরে তাকে স্থানীরা উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের অবস্থা ভালো না হওয়ায় পরে তাকে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়। শরীরের অবস্থা ভালো না হওয়ায় মঙ্গলবার রাতে তার মৃত্যু ঘোষণা করে চিকিৎসক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদার বলেন, সদর উপজেলার খোলাহাটিতে শামীম নামের এক যুবককে হত্যা অভিযোগ পাওয়া গেছে। তবে এখন কাউকে গ্রেফতার করা হয়নি। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এম জি

শেয়ার