তিস্তা-যমুনার চরাঞ্চলে বালু মহল ঘোষণার প্রতিবাদে চরাঞ্চলের অন্তত ১৫ হাজার চরবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। বালু মহল ঘোষণা প্রত্যাহার দাবিতে গাইবান্ধার কামারজানি বন্দরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ফসলী জমি রক্ষায় বালু মহল প্রতিরোধ কমিটির আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সকালে থেকে গাইবান্ধা শহর থেকে ১০ কিলোমিটার দুরে তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর তীরে এবং কামারজানি বন্দরে জমায়েত হতে থাকে চরাঞ্চলের হাজার হাজার দরিদ্র নারী পুরুষ। তারা গাইবান্ধা-কামারজানি বন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে তারা কামারজানি বন্দর এলাকায় সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন ওয়াকার্স পাটির কেন্দ্রিয় নেতা আমিনুল ইসলাম গোলাপ, মঞ্জুর করিম মিঠু, সিপিপি নেতা মোস্তাফিজুর রহমান, আহসানুল হাবীব সাঈদ, বিএনপি নেতা আব্দুল আউয়াল আরজু, এ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পি, ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, ইমদাদুল হক, কামরুজ্জামান পাপুল, মোশারফ হোসেন, আফসার আলী, জহুরুল হক, মাজু আহম্মেদ, শাহ কামাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ।
বক্তারা বলেন, গাইবান্ধার জেলা প্রশাসন গত ১২ ডিসেম্বর তিস্তা ও যমুনা নদীর বিশাল আবাদী জমি ও ঘনবসতিতে বালু মহল ঘোষণা করা হয়েছে। এই বালু মহল বাস্তবায়ন করা হলে ঐতিহ্যবাহি কামারজানি বন্দরসহ বিস্তীর্ণ জনপদ ও আবাদী জমি স্কুল, মাদ্রাসা, মসজিদ বালু মহলের কারণে নদীতে পরিণত হবে। হাজার হাজার নদী ভাঙ্গা বাস্তুহারা গৃহহীন চরাঞ্চলের দরিদ্র মানুষ তাদের আশ্রয়হীন হয়ে পরবে। ফলে এলাকায় কর্মহীন লোকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
বক্তারা বলেন, আমাদের বাপ দাদার জমিতে বালু মহল ঘোষণা দেয়া হলো তা আমরা জানতে পারলাম না। স্বৈরাচারী সরকার এই বালু মহল ঘোষণা করে মূলত চরাঞ্চলের গরীব মানুষের পেটে আঘাত করেছে। আমরা অবিলম্বে এই বালু মহল ঘোষণা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
বক্তারা বলেন, আশ্রায়ন প্রকল্পসহ চরাঞ্চলের প্রায় ১৫ হাজার পরিবারের ফসলী জমি বালু মহল ঘোষণা করায় তারা এখন পথে বসেছে। জীবনের বিনিময়ে বালু মহল প্রতিরোধের ঘোষণা দিয়ে বক্তারা বলেন, সুন্দরগঞ্জে তিস্তা ও গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চল এখন জনপদ। এখানে কোন বালু মহল হতে দেয়া হবে না।
এম জি