Top
সর্বশেষ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬০০ এমপি প্রার্থীকে ঋণ খেলাপি মুক্ত দেখানো হয় ১৫ জানুয়ারির মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি সাদ্দাম নুরুল ইসলাম সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪ মার্চ ফর ইউনিটি: শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭ অবৈধ অভিবাসী গ্রেফতার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু বুধবার বাণিজ্যমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ইসরায়েলে কাজ করতে গেলো ১৬ হাজার ভারতীয় শ্রমিক

ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ

২৯ ডিসেম্বর, ২০২৪ ৩:৪০ অপরাহ্ণ
ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ
জেলা প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশালের ধলা আউটারে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিজ শিকদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি ধলা রেলওয়ে স্টেশনের আউটারের এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে ধলা স্টেশনে নিয়ে লাইন ক্লিয়ার করা হবে। পরে রিলিফ ইঞ্জিন এলে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যাবে।

বিএইচ

শেয়ার