Top
সর্বশেষ
আর বিদেশে বই ছাপানো হবে না: শিক্ষা উপদেষ্টা ২৯তম বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬০০ এমপি প্রার্থীকে ঋণ খেলাপি মুক্ত দেখানো হয় ১৫ জানুয়ারির মধ্যেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার আলটিমেটাম ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি সাদ্দাম নুরুল ইসলাম সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪ মার্চ ফর ইউনিটি: শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭ অবৈধ অভিবাসী গ্রেফতার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু

মানুষকে ভালবাসার শিক্ষা পেয়েছি

২৯ ডিসেম্বর, ২০২৪ ৬:৩৩ অপরাহ্ণ
মানুষকে ভালবাসার শিক্ষা পেয়েছি
নিজস্ব প্রতিবেদক :

২০০২ সালে কোয়ান্টাম কসমো স্কুলে শিশুশ্রেণিতে ভর্তি হয়েছিলাম। বলা যায় স্কুল যখন শুরু হয়, সেই প্রথম দিকের ছাত্র আমি। তখন স্কুলের নাম ছিল শিশুকানন। আমার খালুর হাত ধরে আমি ও আমার এক বন্ধু সেখানে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম। আমার খালু বাহারাম ত্রিপুরা এই শিশুকাননে চাকরি করতেন। সৌভাগ্যবশত আমি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলাম। কিন্তু আমার বন্ধুর হলো না।

শুরু হলো আমার কোয়ান্টাম কসমো স্কুলের জীবন। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ার পর পড়ালেখায় ভালো হওয়ায় আমাকে তৃতীয় শ্রেণিতে না পড়িয়ে চতুর্থ শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হয়। আমি লেখাপড়া চালিয়ে যাচ্ছিলাম। তারপর সপ্তম শ্রেণিতে আমাকে গাজীপুরের টঙ্গীতে পাঠিয়ে দেওয়া হলো। এখানে বলে রাখি, কোয়ান্টাম শিশুকাননে তখনো বড় ক্লাসে পড়ানোর মতো অবকাঠামো গড়ে ওঠে নি। তাই আমাদের ফাউন্ডেশনের পরিচালনায় বড় ক্লাসে ওঠার পর বিভিন্ন স্কুলে পড়ানো হতো। দশম শ্রেণিতে রাজশাহীতে লোকনাথ হাই স্কুলে ভর্তি হই। সেখান থেকে এসএসসি পাশ করে বান্দরবানে ক্যান্টনমেন্ট কলেজে আমাকে ভর্তি করানো হয়। সেখান থেকে প্রথম বর্ষের পর আমি লামা উপজেলায় মাতামুহুরী কলেজে চলে আসি। সেখানে এইচএসসি পরীক্ষা দেই এবং পরবর্তীকালে সেখান থেকেই বিএ ডিগ্রি সম্পন্ন করি।

এরপর সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষা দিলাম। টিকে গেলাম। শিক্ষকতায় যোগদান করলাম। ২০২০ সালে বাবা মারা যাওয়ার পর স্বাভাবিকভাবে পুরো পরিবারের দায়িত্ব আমার ওপর আসে। কারণ আমি বাড়ির বড় ছেলে। আমার ছোট দুই ভাইয়ের এখন আমিই অভিভাবক।

আমার ছোট দুই ভাই জ্যাকি ও জেমি। তারা দুজনেই কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছে। জ্যাকি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা বিভাগে অধ্যয়ন করছে। আর জেমি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছে। বর্তমানে দুই ভাইয়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ আমিই বহন করার চেষ্টা করি।

কোয়ান্টামের সেই ছোটবেলার অনেক স্মৃতি আমার এখনো মনে পড়ে। তখন আমরা যারা বড় ছাত্র ছিলাম, তারা খাবার রান্নার কাজে ব্যবহৃত শুকনো বাঁশ জঙ্গলে গিয়ে একসাথে বেঁধে আনতাম। সবাই একসাথে যে আনন্দ করতাম, তা এখনো স্মৃতির পাতায় ভেসে ওঠে। ছুটির দিনে পাহাড়ের ঝিরিতে গিয়ে মাছ ধরতাম আর ঝিরির পাশের ঢেঁকিশাক তুলে আনতাম। রাতে রান্না করে সবাই মজা করে খেতাম।

কোয়ান্টামে সবাই যা খেয়েছে আমরাও তা-ই খেয়েছি। শিক্ষকরা আর আমরা আলাদা খেতাম না। খাবারের মেন্যু আলু ভর্তা, ডাল হলে সবাই আলু ভর্তা, ডাল খেয়েছি। পাতলা খিচুড়ি হলে সবাই তা-ই খেয়েছি।

আমার মা-বাবাও আমাকে ভালো শিক্ষাটাই দিয়েছেন। আমার মা মারা গেছেন ২০১৮ সালের ১৩ জুন, সে-সময় তিনি ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। বাসায় কেউ যদি অসহায় অবস্থায় আসত, তার কাছে পাঁচ কেজি চাল থাকলে তিন কেজি চাল তিনি দিয়ে দিতেন। আমিও তার মতো মানবকল্যাণে আজীবন কাজ করে যেতে চাই।

কোয়ান্টাম কসমো স্কুলের সাথে আমার এখনো যোগাযোগ হয়। স্কুলে নতুন শিশু ভর্তির জন্যে আমার এলাকা আলীকদমে অভিভাবকদের সহযোগিতা করি। অভিভাবকেরা তাদের সন্তানদের যেন এই স্কুলে ভর্তি করায় এ ব্যাপারে আমি তাদের উৎসাহ দেই। যাদের ফরম কেনার টাকা নেই, তাদের আমিই ফরম কিনে দেই। যতটুকু পারি কোয়ান্টামের জন্যে নিঃস্বার্থভাবে মন থেকে কাজ করি। মূলত কোয়ান্টাম থেকে আমি যে শিক্ষা অর্জন করেছি সেটাই আমার ভেতরে এখনো আছে। আমি যদি বাইরে পড়ালেখা করতাম তাহলে হয়তো আমার মানসিকতা এরকম থাকত না। বাইরের পরিবেশের সাথে মিশে আমি অন্যরকম হয়ে যেতে পারতাম।

আমি ২৪৩ তম কোয়ান্টাম মেথড কোর্সের গ্রাজুয়েট। গুরুজী দাদুর কাছ থেকে আমি মানুষকে ভালবাসার শিক্ষা পেয়েছি। আমিও মনে করি মানুষ হিসেবে জন্মেছি, তাই আমার কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। এটাই নৈতিকতা। এটাই হলো মানবপ্রেম।

লেখক: জ্যাকসন বড়ুয়া
শিক্ষক, রাংলাই দাংলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীকদম, বান্দরবান

শেয়ার