Top

তথাকথিত বাঁকড়ার গোবিন্দ মোড়ের আসল নাম চৌরাস্তা

২৩ মার্চ, ২০২১ ৭:২৯ অপরাহ্ণ
তথাকথিত বাঁকড়ার গোবিন্দ মোড়ের আসল নাম চৌরাস্তা
মেহেরাবুল ইসলাম সৌদিপ :

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ার একটি জায়গা বা স্থানের নাম নিয়ে গ্রামবাসীর ভিতরে বেশ দ্বিধা-দ্বন্দ্ব দেখা যাচ্ছে। জায়গাটির নাম হওয়ার কথা চৌরাস্তা মোড় কিন্তু অনেকে গোবিন্দের মোড় নামে অভিহিত করেন।

তবে অনেকের দাবি গোবিন্দ নামক একজন মুদি ব্যবসায়ী বাঁকড়ার চৌরাস্তা মোড়ে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করার সুবাদে অনেকের কাছে পরিচিত হয়ে ওঠে গোবিন্দর মোড় নামে। তবে চৌরাস্তার আসল নাম ছিলো আমতলার মোড়। আমগাছ কাটার পরে নামকরণ করা হয় জিরোপয়েন্ট চৌরাস্তার মোড়। যারা চৌরাস্তা মোড়ে ব্যবসা করেন তাদের ব্যানারে আবার দেখা যায় চৌরাস্তা মোড় সঠিক নামটি লেখা। এ নিয়ে গ্রামবাসীরা সঠিক ইতিহাস জেনে সঠিক নামটা ব্যবহার ও পরিচিত করার জন্য নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করেন।

নাম বলতে অনিচ্ছুক যশোরের একজন শিক্ষানুরাগী ব্যক্তি বলেন, ‘আমরা সবাই দোকানে দেখি চৌরাস্তার মোড় লেখা ব্যানার। তাছাড়া অনেকে কলেজ মোড় বলেও অভিহিত করেন। তবে যারা সঠিক ইতিহাস জানে না তাদের সবার মুখে মুখে গোবিন্দের মোড় নাম ব্যবহার করেন ‘

তিনি আরো বলেন, ‘আসল ইতিহাস জেনে চৌরাস্তার মোড় বলে ডাকার জন্য অনুরোধ করেন যাতে বাঁকড়ার ঐতিহ্য বিলীন না হয়ে যায়।’

শেয়ার