Top

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় মালামাল সরাতে গিয়ে আহত ১

২৩ মার্চ, ২০২১ ৭:৫৩ অপরাহ্ণ
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় মালামাল সরাতে গিয়ে আহত ১
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় মালামাল সরাতে গিয়ে মিনার আলী (৫৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের শিয়ালমারী পশুহাট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ব্যবহৃত এক্সকাভেটর গাড়িতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের শিয়ালমারী পশুহাট সংলগ্ন স্থানে মিনার আলী (৫৫) নামের এক ব্যক্তি রক্তাক্ত জখম হয়েছে। তিনি শিয়ালমারী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

মিনার আলী আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। উচ্ছেদ অভিযান চলাকালে তিনি কিছু জিনিসপত্র সরাতে গেলে এক্সকাভেটরের মাধ্যমে অবৈধ স্থাপনার দেয়াল ভাঙার সময় তিনি গুরুতরভাবে আহত হন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এ সমস্ত কাজ করার সময় তাদের আরও সতর্ক হওয়া উচিত ছিলো। দুর্ঘটনার পর পরই ওই স্থান ত্যাগ করে গাড়িটি সামনের দিকে চলে যায়।

এর আগে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগ এ উচ্ছেদ অভিযান শুরু করে। তাদেরকে সার্বিক সহযোগিতা করেছে পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগসহ প্রশাসনের বিভিন্ন অন্যান্য বিভাগ।

শেয়ার