Top

লভ্যাংশের ৪ কোটি টাকা বিতরণ করল বন বিভাগ

২৩ মার্চ, ২০২১ ৮:০৪ অপরাহ্ণ
লভ্যাংশের ৪ কোটি টাকা বিতরণ করল বন বিভাগ
রংপুর প্রতিনিধি :

বৃহত্তর রংপুর অঞ্চলের ৫ জেলায় প্রায় ৪২ লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছে বন বিভাগ। সেই সাথে উপকার ভোগীদের মাঝে লাভ্যাংশের ৪ কোটি টাকা বিতরণ করেছে।

রংপুর বিভাগীয় বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহত্তর রংপুর অঞ্চলের রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ৩৫ উপজেলায় বনবিভাগের সামাজিক বনায়নের মাধ্যমে বনবিভাগের উদ্যোগে গত ৫ বছরে সুবিধাভোগীদের মাধ্যমে বিভিন্ন প্রজাতির ২৫ লাখ ৮ হাজার ৩৩৩টি বিভিন্ন প্রকারের গাছের চারা রোপন করা হয়েছে ।

এছাড়া ৩০ লাখ শহীদের স্মরণে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষির্কী উপলক্ষে জনগণের মাঝে বিনামূল্যে ১৬ লাখ ১৪ হাজার ৯৯০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। এই চারা জনগণ নিজেদের পছন্দের স্থানে রোপণ করেছে। স্টীপ বাগান সৃজন করেছে ১ হাজার ৮৮৩ কিলোমিটার। ব্লক বাগান করেছে ২৫০ হেক্টর। এছাড়া উপকারভোগী ও অন্যান্যদের মাঝে বনায়নের ৩ কোটি ৮৩ লাখ ৭৯ হাজার ৩৮৫ টাকা লভ্যাংশ বিতরণ করা হয়েছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের সেচ খালের দুই ধারে লাগানো বন বিভাগের বাগান পরিদর্শন করেছেন ঢাকার সহকারী প্রধান বন কর্মকর্তা মাহামুদুল হাসান।

ঢাকার সহকারী প্রধান বন কর্মকর্তা মাহামুদুল হাসান জানান, সরকার তারাগঞ্জ উপজেলাটি সবুজের উপজেলা হিসেবে বেছে নিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সেচ খালের দুই ধারে লাগানো গাছ এই অঞ্চলে সামাজিক বনায়নে জনগণের মাঝে ব্যাপক সারা পড়েছে। ৫ বছর আগের যে চারা লাগানো হয়েছে তা সঠিক রক্ষণাবেক্ষণে বেড়ে উঠতে শুরু করেছে। এই উপজেলা সবুজের রুপ নিচ্ছে।

শেয়ার