সোশ্যাল ইসলামী ব্যাংক নোয়াখালীর সুবর্ণচরের ৪০০ সয়াবিন ও মরিচ চাষীর মধ্যে ৪% মুনাফা হারে কৃষি ঋণ বিতরণ করেছে।
শনিবার (৪ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ঋণ বিতরণ করেন সোস্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোরশেদ আলম খন্দকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফোরকানউল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সাদাত, সুবর্ণচরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী, এসএমই অ্যান্ড এএফডি-এর এসভিপি ও প্রধান শ্যাম সুন্দর রায়, মাইজদী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নুর উন নবী পাটোয়ারীসহ অন্যান্য ব্যাংক কর্মকর্তা এবং নির্বাহীগণ।
বিএইচ