বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির এসইভিপি ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির, এফসিএস সম্প্রতি উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন।
তিনি ২০১৮ সালে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ইভিপি ও কোম্পানি সচিব পদে যোগদান করে এই ব্যাংক প্রতিষ্ঠায় সার্বিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করেন। পাশাপাশি ব্যাংকের সামগ্রিক উন্নয়নেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন। মো. হুমায়ুন কবির ২০০০ সালে সোশ্যাল ইসলামী ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার ডিপার্টমেন্ট এর প্রধান ও কোম্পানি সচিব এবং এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড এর প্রধান নির্বাহী-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মো. হুমায়ুন কবির, এফসিএস ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর একজন সম্মানিত ফেলো সদস্য। তিনি শিক্ষাজীবনে সামাজিক বিজ্ঞান ও আইন বিভাগে উচ্চতর ডিগ্রী সম্পন্ন করেন।
এম জি