Top
সর্বশেষ

ব্যাংকাসুরেন্স সেবা চালু করলো পূবালী ব্যাংক ও ডেলটা লাইফ

০৭ জানুয়ারি, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
ব্যাংকাসুরেন্স সেবা চালু করলো পূবালী ব্যাংক ও ডেলটা লাইফ

ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের সরাসরি ইনস্যুরেন্স সেবা দিতে ব্যাংকাসুরেন্স সেবা চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি। পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে পূবালী ব্যাংক পিএলসি এবং ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ব্যাংকাসুরেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এবং হা- মীম গ্রুপের চেয়ারম্যান এ. কে. আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ মনির উদ্দিন আহমদ ও আজিজুর রহমান এবং ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড পরিচালনা পর্ষদের স্পন্সর পরিচালক জিয়াদ রহমান এবং স্পন্সর পরিচালক আদিবা রহমান, ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর সিইও উত্তম কুমার সাধু, কনসালটিং অ্যাকচুয়ারি ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী।

নতুন এই সেবার মাধ্যমে পূবালী ব্যাংকের শাখাসমূহ থেকে গ্রাহকরা এখন জীবন বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাদের আর্থিক নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। এ উদ্যোগ বাংলাদেশের আর্থিক খাতে একটি নতুন অধ্যায় সূচনা হয়েছে দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সফল পথচলাকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান বলেন, এই ব্যাংকাসুরেন্স সেবা আমাদের গ্রাহকদের জীবনকে আরও সুরক্ষিত করবে এবং তাদের আর্থিক সুরক্ষার একটি নতুন মাত্রা প্রদান করবে। পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের সেরা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার বলেন, ডেলটা লাইফ ইনসিওরেন্স এবং পূবালী ব্যাংকের এই যৌথ উদ্যোগ গ্রাহকদের জীবনকে আরও সহজ ও সুরক্ষিত করবে। আমরা বিশ্বাস করি, এই সেবা আর্থিক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন।

হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ. কে. আজাদ বলেন, ব্যাংকাসুরেন্স হলো একটি সময়োপযোগী উদ্যোগ। এই সেবা আমাদের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং গ্রাহকদের সেবার মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এম জি

শেয়ার