চীনে গত মাস থেকে হিউম্যান মেটানিউমোভাইরাসের (এইচএমপিভি) ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির বিভিন্ন প্রদেশে এ ভাইরাসে আক্রান্ত সংখ্যা রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ভাইরাসটি জাপান ও মালয়েশিয়াতেও এরই মধ্যে হানা দিয়েছে। এবার ভারতে এইচএমপিভি-তে আক্রান্তের সন্ধান মিলল। বেঙ্গালুরুতে একটি তিন মাসের ও একটি আট মাসের শিশুর দেহে এইচএমপিভির সন্ধান মিলেছে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) বরাত দিয়ে সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আসা দুই শিশুর মেডিক্যাল টেস্টের রিপোর্টে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত দুই শিশুর মধ্যে রয়েছে তিন মাসের এক শিশু কন্যা এবং আট মাসের এক শিশু পুত্র। দুই আক্রান্তই ভর্তি বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে। তাদের নিউমোনিয়া ধরা পড়েছে। চিকিৎসার পর তিন মাসের শিশুটিকে ছেড়ে দেওয়া হয়েছে। গত ৩ জানুয়ারি আট মাসের শিশুটির রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাকে হাসপাতালে রেখে এখনও চিকিৎসা চলছে।
আইসিএমআর জানিয়েছে, দুই শিশুর মধ্যে কাউকেই সম্প্রতি দেশের বাইরে নিয়ে যাওয়া হয়নি। ফলে কীভাবে তাদের শরীরে এই ভাইরাস ঢুকল তা খতিয়ে দেখা হচ্ছে।
হিউম্যান মেটাপনিউমো ভাইরাস বা এইচএমপিভি ২০০১ সালে প্রথম আবিষ্কার হয়। সম্প্রতি চিনে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। মূলত ১৪ বছর বয়সের নিচের শিশু এবং বয়স্করা এতে আক্রান্ত হচ্ছেন। ভাইরাসের প্রকোপে প্রচুর মানুষ হাসপাতালমুখী হচ্ছেন।
চীন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এইচএমপিভি নতুন কিছু নয়। এর উপসর্গ অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই ব্যাখ্যা করছে চিন। পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সী শিশু, সদ্যোজাত এবং ৬৫ বছরের উপরের বয়স্কদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
চীনে প্রতিনিয়ত এইচএমপিভি প্রকট হয়ে উঠলেও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা দেশটির সরকার সতর্কতা জারি করেনি।
বিএইচ