Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস

০৬ জানুয়ারি, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৮০০ বারে ৮ লাখ ৫৬ হাজার ৮০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা খান ব্রাদার্স পিপির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২১ বারে ৪ লাখ ৭৪ হাজার ৮৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৭৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২৩৯ বারে ৪৫ লাখ ৭২ হাজার ১১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –বিকন ফার্মাসিউটিক্যালসের ৯.৪২ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৯.৩৭ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপারের ৭.৯১ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৬.৯১ শতাংশ, সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজের ৬.৪১ শতাংশ, রিলায়েন্স-ওয়ানের ৬.২২ শতাংশ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬৭ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার